পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

পৌরনিগমের বাজেটে সন্দেশখালি-রাম মন্দির, তীব্র বাদানুবাদ তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের - Sadeshkhali

KMC Budget 2024: কলকাতা পৌরনিগমের বাজেটের অধিবেশন উত্তপ্ত হল সন্দেশখালি ও রাম মন্দির ইস্যুতে ৷ এই নিয়ে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:57 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি:কলকাতাপৌরনিগমের বাজেট আলোচনার প্রথম দিনে দ্বিতীয় দফায় ফের উত্তপ্ত হল অধিবেশন কক্ষ । উঠল সন্দেশখালি থেকে রামমন্দির প্রসঙ্গ । নিকাশি, জল, আলো, কর পিছনে ফেলে সন্দেশখালি নিয়েই বাগবিতণ্ডায় জড়ালেন মেয়র পারিষদ তারক সিং ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ । চেয়ারম্যান মালা রায়ের হুঁশিয়ারি না শোনায়, তারক সিং বক্তব্য রাখাকালীন সময়িক সময় মাইক অফ করে দেওয়া হল । শাসক ও বিরোধী গণ্ডগোল থামাতে ময়দানে নামেন দেবাশিস কুমার ।

বাজেট নিয়ে প্রথম দিনের প্রথমার্ধেই হইচই বেধেছিল তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে । দ্বিতীয়ার্ধে ফের তপ্ত হল পৌর অধিবেশন । তবে পৌর পরিষেবা সংক্রান্ত কোনও বিষয় নয় । বক্তাদের বক্তব্যে উঠে এলো রাম মন্দির, সন্দেশখালি প্রসঙ্গ ।

এ দিন বাজেট অধিবেশনে বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা বলতে উঠে রামমন্দির নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন । সন্দেশখালির ঘটনা তুলে শাসকদলের বিরুদ্ধে সরব হন তিনি । তখনই চিৎকার করে ওঠেন শাসক বেঞ্চে বসে থাকা জুঁই বিশ্বাস, অলকানন্দা দাসেরা ৷ মালা রায়ের হস্তক্ষেপে কোনও ভাবে সবাইকে শান্ত করা হয় ।

এর পর মেয়র পারিষদ তারক সিং বলতে ওঠেন । সেখানে তিনি সন্দেশখালি নিয়ে বিজেপিকে পালটা আক্রমণ করেন । বিষয়টা ছোট্ট বলে মন্তব্য করেন । পাশাপশি বলেন, ইডি যায় সাংবাদিকদের বলে, পুলিশকে বলতে পারে না । এর পালটা উত্তর দেন সজল ঘোষ । আর তারপরেই দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে । বারে বারে মালা রায় তাঁদের থামতে বলেন । কথা না শোনায় তারক সিংয়ের মাইক কিছুক্ষণের জন্য অফ করে দেওয়া হয় । ও দিকে, সুদীপ পোল্লেরা আঙুল উঁচিয়ে চামড়া গুটিয়ে দেওয়ার নিদান দেন বিজেপি কাউন্সিলরদের । পালটা বিজয় ওঝা, সজলরা চোখ উপড়ে নেওয়ার কথা বলেন । শেষে ফের দেবাশিস কুমার ওয়েলে নেমে দুই পক্ষকে শান্ত করেন ।

তবে এ প্রসঙ্গে বাম কাউন্সিলরদের বক্তব্য, পৌর বাজেটে পৌর পরিষেবা নিয়ে কোনও কথা নেই ৷ জনগণের সুযোগ-সুবিধা নিয়ে কোনও কথা নেই ৷ পৌরসভার বাইরের বিভিন্ন বিষয়কেই ইস্যু করা হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে কলকাতার নাগরিকদের বঞ্চনার কথা চাপা পড়ে ।

আরও পড়ুন:

  1. পিছিয়ে স্বাস্থ্য-শিক্ষা-বস্তির উন্নয়ন, বিদ্যুতের বিলে অতিরিক্ত 29 কোটি টাকা বেশি খরচ কর্পোরেশনের
  2. কলকাতা পৌরনিগমের বাজেটে বড় চমক, 700 কোটির জল প্রকল্প ঘোষণা ফিরহাদের
  3. 'বাজেটে ঘাটতি থাক,পরিষেবায় নয়', বিরোধীদের জবাব দিলেন ফিরহাদ

ABOUT THE AUTHOR

...view details