দার্জিলিং, 9 এপ্রিল: পাহাড়ের তিন পৌরসভার প্রশাসককে সরানোর দাবি তুললেন দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ রাজু বিস্তা । না-সরালে ক্ষমতার ওই তিন প্রশাসক ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব ফেলতে পারেন । এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তিনি । নির্বাচন কমিশনের তরফে ওই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে পালটা চিঠি দিয়ে জানানো হয়েছে ।
প্রসঙ্গত, পাহাড়ের তিনটি পৌরসভার ভোট হয়নি প্রায় দু'বছর ধরে । দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার অভিযোগ, রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজ্য সরকার প্রশাসক পদে মনোনীত করে পৌরসভার দায়িত্বে বসিয়ে রেখেছে । এর ফলে নির্বাচনে প্রভাব পড়তে পারে । সেই জন্য তিন পৌরসভার প্রশাসককেই সরিয়ে দেওয়া উচিত ।
মিরিক পৌরসভার প্রশাসক লালবাহাদুর রাই, কার্শিয়াঙের প্রশাসক সুভাষ প্রধান এবং কালিম্পং পৌরসভার রবি প্রধানকে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করে রাখা হয়েছে । ওই তিন পৌরসভারই মেয়াদ 2022 সালের মে মাসে শেষ হয়েছে । নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরে ভোট না হওয়ায় তিন চেয়ারম্যানকেই প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়ে রেখেছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর ।