পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ভোট পরবর্তী হামলার শিকার বারাবনির যুব মোর্চার নেতা, কাঠগড়ায় তৃণমূল - Post Poll Violence - POST POLL VIOLENCE

Post Poll Violence: পশ্চিম বর্ধমানের বারাবনিতে ভোট পরবর্তী হিংসার জেরে আক্রান্ত বিজেপির যুব মোর্চার নেতা ৷ ওই নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ ছিঁড়ে দেওয়া হয় ওই নেতার স্ত্রীর পোশাক ৷ কাঠগড়ায় তৃণমূল ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷

Post Poll Violence
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 4:33 PM IST

Updated : Jun 6, 2024, 7:40 PM IST

বারাবনি, 6 জুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বারাবনি বিধানসভা । পশ্চিম বর্ধমানের বারাবনি থানা এলাকার বিজেপি যুব মোর্চার এক নেতা বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ওই নেতাকে মারধরের পাশাপাশি তাঁর স্ত্রীর পোশাক ধরে টানাটানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । পুরো ঘটনার বিবরণ জানিয়ে বারাবনি থানায় অভিযোগ করেছেন ওই নেতা ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে । অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার খবর যেমন আসছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ৷ সেই তালিকায় যুক্ত হল বারাবনি বিধানসভা এলাকার নাম । সেখানে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে । লাঠি-রড দিয়ে ওই নেতাকে মারধরের পাশাপাশি তাঁর স্ত্রীর পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ ।

ওই নেতার দাবি, এটাই প্রথমবার নয়, প্রতিবারই ভোটের আগে ও পরে বারাবনিতে তাঁর উপর হামলা হয় । পুলিশকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি । এবারও তাঁর উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত গুন্ডারা । অন্যদিকে বিষয়টি নিয়ে বারাবনি ব্লকের তৃণমূলের সভাপতি অসিত সিংহ বলেন, "বিষয়টি সামান্য গ্রাম্যবিবাদ । দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে । দুই পক্ষই অভিযোগ করেছে থানায় । এর সঙ্গে রাজনীতির কোনও অভিযোগ নেই ।"

তৃণমূল নেতা অসিত সিংহের আরও দাবি, ‘‘অভিযোগকারী ছেলেটি এর আগে মদ খেয়ে ফেসবুকে আমাকে গুন্ডা বলে অভিহিত করেছিল । ওর মস্তিস্কের বিকৃতি আছে ।’’ বারাবনি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কী কারণে এই অশান্তি, তা খোঁজ নেওয়া হচ্ছে ।

Last Updated : Jun 6, 2024, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details