বারাবনি, 6 জুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বারাবনি বিধানসভা । পশ্চিম বর্ধমানের বারাবনি থানা এলাকার বিজেপি যুব মোর্চার এক নেতা বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ওই নেতাকে মারধরের পাশাপাশি তাঁর স্ত্রীর পোশাক ধরে টানাটানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । পুরো ঘটনার বিবরণ জানিয়ে বারাবনি থানায় অভিযোগ করেছেন ওই নেতা ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে । অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।
রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার খবর যেমন আসছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ৷ সেই তালিকায় যুক্ত হল বারাবনি বিধানসভা এলাকার নাম । সেখানে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে । লাঠি-রড দিয়ে ওই নেতাকে মারধরের পাশাপাশি তাঁর স্ত্রীর পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ ।