পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 24 লক্ষ টাকা, পুলিশের বিরুদ্ধে সরব হিরণ - Money Recovery - MONEY RECOVERY

Money Recovery: আগামিকাল শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট নেওয়া হবে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে ৷ তার আগে শুক্রবার সকালে স্থানীয় দাসপুরে এক বিজেপি নেতার গাড়ি থেকে 24 লক্ষ টাকা উদ্ধার হল ৷ এই নিয়ে পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী ৷

Money Recovery
দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 24 লক্ষ টাকা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 12:29 PM IST

Updated : May 24, 2024, 3:25 PM IST

দাসপুর, 24 মে: ভোটের ঠিক আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ফের সরগরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা এলাকা ৷ শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খুকুরদা নাকা পোস্টে তল্লাশির সময় স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হয় 24 লক্ষ টাকা । এই টাকার কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি তিনি ।

রে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 24 লক্ষ টাকা, পুলিশের বিরুদ্ধে সরব হিরণ (ইটিভি ভারত)

যদিও এই নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ওরফে হিরণ্ময় চট্টোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, বিজেপির নেতাদের ফাঁসাতে চক্রান্ত করেছে পুলিশ ৷ অন্যদিকে তৃণমূলের দাবি, ভোটে জেতার জন্য বিভিন্ন জায়গায় টাকা ছড়াচ্ছে বিজেপি ৷

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপি নেতার গাড়িতে তল্লাশি৷ (নিজস্ব চিত্র)

আগামিকাল শনিবার (25 মে) লোকসভা নির্বাচনের ষষ্ঠদফার ভোটগ্রহণ ৷ বাংলার আটটি আসনে ভোট নেওয়া হবে ৷ এই আটটি আসনের মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনটি ৷ 2014 ও 2019 সালে জয়ী তৃণমূলের অভিনেতা সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে লড়াই করছেন আরেক অভিনেতা বিজেপির হিরণ ৷

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপি নেতার গাড়িতে তল্লাশিতে উদ্ধার টাকা৷ (নিজস্ব চিত্র)

ভোট ঘিরে বিজেপি ও তৃণমূলের বাগযুদ্ধ লেগেই রয়েছে ৷ তার মধ্যে ভোটের ঠিক একদিন আগে অর্থ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ঘাটালে ৷ যদিও হিরণের বক্তব্য, পুলিশ ফাঁসানোর চেষ্টা করছে তাঁদের দল বিজেপি এবং দলের নেতাকে । পুলিশ টাকা রেখে দিয়ে তাঁদের নেতাকে ফাঁসিয়েছে ৷ তৃণমূলের হয়ে ভোট করাতেই পুলিশ এই কাজ করেছে ৷

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপি নেতার গাড়িতে তল্লাশিতে উদ্ধার টাকা৷ (নিজস্ব চিত্র)

তবে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দেগেছে তৃণমূল ৷ শাসক দলের নেতা মহম্মদ রফিক বলেন, ‘‘বিজেপির শুধু দাসপুরে টাকা উদ্ধার হয়েছে তা নয় ৷ এর আগে খড়গপুর ও কাঁথিতে লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে ৷ কিন্তু মানুষ তাতে ভুলবে না । মানুষ তাদের প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী দেব-কে জিতিয়েই সাংসদ করবেন ৷

অন্যদিকে এই নিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘‘প্রতিটি বিধানসভায় টাকা বিলি করেছে বিজেপি ৷ 3 মাস ধরে বিজেপির সব চেষ্টা ব্যর্থ ৷ রাখে হরি মারে কে ৷ সব কর্মফল ৷ হিরণ-শুভেন্দু চেষ্টা করেছে আমাকে বদনাম করার ৷ দলীয় কর্মীকে খুন করে দিয়ে প্রচার শুরু করেছিল বিজেপি ৷ হাইকোর্ট সব নস্যাৎ করে দিয়েছে সেই অভিযোগ খারিজ করে দিয়েছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘বেশিদিন চুপ থাকলে মানুষ ভাববে সত্যি আমি চুরির সঙ্গে জড়িত আছি ৷ তাই শুভেন্দুদা যখন ডায়েরি সামনে এনেছেন, তাই মনে হয়েছে মুখ খোলার সময় হয়েছে ৷ আমি চমকে-ধমকে রাজনীতি করা পছন্দ করি না ৷ যার গাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছে তিনি বিজেপির বড় নেতা ৷ তিনি বিধানসভা ভোটে প্রার্থী ছিলেন বিজেপির ৷’’

দেবের আরও দাবি, ‘‘প্রমাণ হয়ে গেল গরু চুরির টাকা আসলে কার কাছে আছে ৷ কে এই টাকা বিলোচ্ছে ৷ প্রতি বিধানসভায় 50 লক্ষ টাকা করে বিলি করেছে বিজেপি ৷ ইডি-সিবিআই আমার পেছনে আড়াই বছর ধরে পড়েছিল ৷ তাদের গরুপাচার মামলার তদন্ত করতে পাঁচ বছর লাগছে ! ইডি বা সিবিাইয়ের যারা এই তদন্তের সঙ্গে আছে, তারা বিজেপির সঙ্গে জড়িত ৷ শুভেন্দুদার কাছে এই নথি এল কী করে ? এই নথি আমাকে ইডি-সিবিআই অফিসে দেখানো হয়েছে বা কিছু নথি আমি জমা দিয়েছি, তা শুভেন্দুদার কাছে এল কী করে ? এটা বেআইনি ৷ আমি আইনত চ্য়ালেঞ্জ করতেই পারি ৷ আমাকে জোর করে অভিযুক্ত করার চেষ্টা করছে ৷’’

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপি নেতার গাড়িতে তল্লাশিতে উদ্ধার টাকা৷ (নিজস্ব চিত্র)

আরও পড়ুন:

  1. শেষ প্রচারে ব্যস্ত দেব, থানা-হাসপাতাল ঘুরেই কাটল হিরণের; দিলেন ডিগ্রি নিয়ে জবাব
  2. বিজেপি যদি কোনোদিন জেতে শুভেন্দুই হয়তো মুখ্যমন্ত্রী, কেন এমন মন্তব্য দেবের?
  3. দেবের বিরুদ্ধে গরুপাচারের টাকা নেওয়ার ‘তথ্য’ দিলেন শুভেন্দু, পালটা সরব ঘাটালের সাংসদও
Last Updated : May 24, 2024, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details