বনগাঁ, 10 মে: নিয়োগ বিতর্কে এবার নাম জড়াল তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতা ঠাকুরের। নিজের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুরকে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। এমনকী এক্ষেত্রে কোনও নিয়ম সাংসদ মানেননি বলেও অভিযোগ।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মমতা ঠাকুরের মেয়ের নিয়োগপত্র তুলে ধরে এমনই দাবি করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মমতা ঠাকুর। এদিন বনগাঁর মতিগঞ্জ এলাকায় নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন দেবদাস মণ্ডল। সেখানে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্য়ালয়ের নিয়োগপত্র তুলে ধরেন দেবদাস। অভিযোগ তোলেন, তৃণমূল সাংসদ মমতা ঠাকুর তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে মেয়েকে অস্থায়ী নিয়োগ করেছেন বিশ্ববিদ্য়ালয়ে ৷
দেবদাস মণ্ডল বলেন, "চলতি বছরের ফেব্রুয়ারি মাসের এক তারিখে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে অস্থায়ীভাবে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটিতে নিয়োগ করা হয়েছে। সেই নিয়োগের ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি। বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। মমতা ঠাকুর সম্পূর্ণ তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে মেয়ের নিয়োগ করিয়েছেন।" বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন দেবদাস ৷ এমনকী সিবিআই তদন্তের দাবিও করবেন বলে জানিয়েছেন তিনি।