জেঠু গনি খানকে আঁকড়েই প্রচার শুরু ইশার মালদা, 22 মার্চ: প্রয়াত জ্যেঠু গনি খানকে আঁকড়ে ধরেই প্রচার শুরু করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী ৷ জানিয়ে দিলেন, বামেদের সঙ্গে জোট হোক বা না হোক, নিজেদের শক্তিতে নির্বাচনে লড়াই করতে তাঁরা তৈরি ৷
এ বার দক্ষিণ মালদা কেন্দ্রে ইশা খান চৌধুরীকেই যে কংগ্রেস প্রার্থী করতে চলেছে, তা আগেই অনুমান করেছিল ইটিভি ভারত ৷ বৃহস্পতিবার রাতে এআইসিসির প্রার্থী তালিকা ঘোষণার পর সেই অনুমানই বাস্তবায়িত হয়েছে ৷ অসুস্থতা আর বয়সজনিত কারণে দক্ষিণ মালদা কেন্দ্রে এ বার আবু হাসেম খান চৌধুরীকে প্রার্থী করেনি কংগ্রেসের হাইকম্যান্ড ৷ সেই আসন ছাড়া হয়েছে ডালু মিঞার ছেলে ইশাকে ৷ উত্তর মালদায় কংগ্রেসের প্রার্থী হয়েছেন মোস্তাক আলম ৷ ইশা ও মোস্তাক, দু’জনেই প্রাক্তন বিধায়ক ৷
শুক্রবার সবার আগে গনি খানের কবরে চাদর চড়িয়ে, পুষ্পার্ঘ্য অর্পণ করেন ইশা ৷ সঙ্গে ছিলেন স্ত্রী লিজু, দলের অন্যতম জেলা সহসভাপতি মোত্তাকিন আলম, জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল হান্নান-সহ অন্য নেতারা ৷ জয়ের জন্য প্রয়াত জ্যেঠুর আশির্বাদ কামনা করেন তিনি ৷ কবরস্থান থেকে বেরিয়ে তিনি বলেন, “প্রচার শুরুর আগে প্রথমেই জ্যেঠু বরকত গনি খান চৌধুরীর মাজারে গিয়ে তাঁর দুয়া নিলাম ৷ এখান থেকে পিরানাপির মাজারে দুয়া নিয়ে যাব প্রয়াত জ্যেঠুর রাজনৈতিক জন্মস্থান সুজাপুরে ৷ সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলব ৷ দেওয়াল লিখনও করব ৷ এভাবেই আজকের দিনটা কাটবে ৷ নির্বাচনি কৌশল ঠিক হবে আগামী রবিবার ৷ সে দিন আমার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রের নেতৃত্বকে নিয়ে বড় বৈঠক হবে ৷ সে দিনই নির্বাচন পর্যন্ত প্রচারের কৌশল ঠিক করা হবে ৷”
ষোলর বিধানসভা নির্বাচনে সুজাপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন ইশা ৷ একুশের নির্বাচনে ওই কেন্দ্রে ভরাডুবি হয় তাঁর ৷ রেকর্ড ভোটে জেতেন তৃণমূল প্রার্থী আবদুল গনি ৷ তবু এ বার সুজাপুরকেই গুরুত্ব দিচ্ছেন ডালু মিঞার ছেলে ৷ এ নিয়ে তাঁর বক্তব্য, “একুশে পরিস্থিতি আলাদা ছিল ৷ সেই সময় বিজেপি আর রাজ্যের শাসকদল এনআরসি নিয়ে ভয় দেখিয়েছিল মানুষকে ৷ গত পঞ্চায়েত নির্বাচনেই মানুষের চোখ খুলে যায় ৷ তাঁরা বুঝতে পারছেন, নির্বাচন এলেই ওই দুই দল এনআরসি আর সিএএ নিয়ে তাঁদের ভয় দেখায় ৷ এবার সুজাপুরের ভোটাররা ভয়মুক্ত মনে নির্বাচনে অংশ নেবেন ৷ ফলে একুশের কৌশল এ বার দুই দলের খাটবে না ৷”
দক্ষিণ মালদার বাসিন্দাদের একাংশ বিদায়ী সাংসদ ডালু মিঞার উপর ক্ষুব্ধ ৷ সাংসদ নাকি ভোটের পর তাঁদের কাছে যাননি ৷ তাঁদের সমস্যার কথা শোনেননি ৷ এ নিয়ে ইশার প্রতিক্রিয়া, “সাংসদ হিসাবে ডালুবাবু অনেক কাজ করেছেন ৷ গঙ্গা ভাঙন রোধে 300 কোটির বেশি টাকা জেলায় এনেছেন ৷ রাস্তাঘাটেরও যথেষ্ট ভালো কাজ করেছেন ৷ হয়তো তাঁর প্রচার খানিকটা কম, কিন্তু তিনি নিজের সংসদীয় এলাকায় অনেক কাজ করেছেন ৷ আরও বড় বিষয়, তিনি সবসময় মানুষের পাশে থাকেন ৷ নিজের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রেখেছেন ৷ দক্ষিণ মালদার মানুষের অনেক দাবি রয়েছে ৷ আমাদের তাঁদের পাশে থাকার চেষ্টা করতে হবে ৷”
গতকাল তাঁর নাম দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষিত হলেও এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেনি জেলার বাম বা সিপিআইএম নেতৃত্ব ৷ ইশার মন্তব্য, “দু’পক্ষের জোটের বিষয়টি প্রদেশ কংগ্রেস দেখছে ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বামেদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ৷ এ বারের ভোটেও বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হতে পারে ৷ তবে জোট না হলেও মালদা জেলা কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করতে তৈরি ৷ জোট হলে ভালো, না হলে আমরা নিজেদের শক্তিতে এখানে লড়তে প্রস্তুত রয়েছি ৷ আমাদের নিজের পায়ে দাঁড়াতেই হবে ৷ আমরা আশাবাদী, একা লড়লেও আমরা মালদা জেলায় ভালো ফল করব ৷”
আরও পড়ুন:
- ভাইয়ের বাড়িতে আয়কর হানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কেন্দ্রকে তোপ অরূপ বিশ্বাসের
- কমবে বৃষ্টি বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি নেই
- এক মাসে প্রায় 4 কোটি নগদ বাজেয়াপ্ত করল কমিশন, নজর গার্ডেনরিচ কাণ্ডেও