বর্ধমান, 28 এপ্রিল: হামলার বদলে এবার হামলা হবে ৷ এভাবেই তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ তাঁর বক্তব্য, "কে কী করবে জানি না ৷ আমি চুপ করে বসে থাকব না ৷" রবিবার সকালে বর্ধমানের সাধনপুর হাইস্কুল মাঠে প্রাতঃভ্রমণের পর জনসংযোগ কর্মসূচিতে চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ ৷
চায়ে চুমুক দিয়ে দুর্গাপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমাদের উপরে হামলা হলে, আমরা এবার হামলা চালিয়েই উত্তর দেব ৷ এটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে দিলীপ ঘোষ ৷ অন্যরা কে কী করবে জানি না ৷ আমি এসে গেছি, তাই চোখ দেখালে, আমরাও চোখ দেখাব ৷ লাঠি দেখালে আমরাও লাঠি দেখাব ৷ হামলার বদলে হামলা হবে ৷"
এই প্রসঙ্গে বর্ধমান-দুর্গাপুরে তাঁর জয় নিয়ে আত্মবিশ্বাসী শোনাল দিলীপকে ৷ তিনি বলেন, "ওরা যদি 13 মে পর্যন্ত ভদ্রভাবে না থাকে, আমিও থাকব পাঁচ বছর ৷ সব হিসাব হবে ৷ তাই এখন ওদের প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ তৃণমূলের কোনও নেতাকে দেখা যাচ্ছে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে গেলেন, কোনও লোকজন হল না ৷ পা টাও ভেঙে ফেলছেন ৷ তাদের পার্টি অফিসের সামনে গো-ব্যাক বলছে ৷ দম থাকলে গরমে বের হোক ৷ কারণ, বিজেপি এক ইঞ্চিও জায়গা ছাড়বে না ৷ ওরা যেন সাবধান থাকে ৷"