হুগলি, 12 মে: ফের একবার নরেন্দ্র মোদির নিশানায় কংগ্রেস এবং রাহুল গান্ধি ৷ এবার সরাসরি রাহুলের বয়স নিয়ে কটাক্ষ করলেন মোদি ৷ রাহুল গান্ধির বয়সের থেকেও কম আসন এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস পাবে বলে কটাক্ষ করেছেন তিনি ৷ আর সেই সূত্রে বিরোধীদের বিরুদ্ধে উত্তরসূরীদের জন্য সম্পত্তি সঞ্চয়ের অভিযোগ করলেন মোদি ৷
রবিবার রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচারে চারটি জনসভা করলেন প্রধানমন্ত্রী ৷ হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে মোদি তাঁর প্রচার মঞ্চ থেকে চারশো পারের লক্ষ্য নিশ্চিত বলে জানালেন ৷ তাঁর কথায়, "বিজেপির 'চারশো পার' আর কোনও স্লোগান নেই ৷ এটা বাংলা তথা দেশের সব মানুষের মুখে মুখে ঘুরছে ৷ আর অন্যদিকে, কংগ্রেস দল ৷ তাদের 'শাহজাদা'র বয়স যা, তার থেকেও কম আসন পাবে কংগ্রেস ৷ আপনারা লিখে নিন ৷ এটা মোদির গ্যারান্টি ৷ আর এই বদলের পিছনে আপনারা রয়েছেন ৷ আপনারা 2019 সালে এই বদল এনেছেন ৷ আর তার ফল পুরো বিশ্ব দেখছে ৷"
শুধু কংগ্রেস নয়, পশ্চিমবঙ্গের নিরিখে এদিন বিরোধী 'ইন্ডিয়া' জোট ও তৃণমূলকেও নিশানা করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, বিরোধী জোটকে শক্তিশালী করতে অসমর্থ তৃণমূল কংগ্রেস ৷ তাই ঘাসফুলে ভোট দেওয়া বৃথা বলে মন্তব্য করেন তিনি ৷ মোদির কথায়, "তৃণমূল সারা দেশে যে কটা আসনে প্রার্থী দিয়েছে, তাতে সরকারে থাকা দূর, সরকার গঠন করতেও কোনও কাজে আসবে না ৷ তারা বিরোধী হিসেবেও কোনও প্রভাব ফেলতে পারবে না সংসদে ৷ আর এখানে (পশ্চিমবঙ্গে) কংগ্রেস ও বামেদের ভোট দিলে, তা কোনও কাজে আসবে না ৷ আপনাদের ভোটটা নষ্ট হবে ৷ তাই একমাত্র বিজেপিকে ভোট দিলে, তা দেশে মজবুত সরকার গড়তে সাহায্য করবে ৷"
মোদির এদিনের বক্তব্যকে অন্যভাবে দেখছে রাজনৈতিকমহলের একাংশ ৷ তাদের মতে, সারা দেশে যেমন কংগ্রেস পদ্মশিবিরে সবচেয়ে বড় কাঁটা ৷ তেমনি রাজ্য তথা জাতীয় রাজনীতির নিরিখে তৃণমূলকেও সমান গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির ৷ তা না হলে, মোদিকে কখনওই বলতে হতো না যে, তৃণমূল কেন্দ্রে বিরোধী জোটকে শক্তিশালী করতে অসমর্থ ৷ তাই মোদির তৃণমূলকে নিয়ে মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ ৷
আরও পড়ুন:
- ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রচারে মোদির মুখে চটকল শিল্পের দুরাবস্থা
- কেন এসেছিল এনএসজি, বোমা-বন্দুক কারা রেখেছিল? সন্দেশখালি নিয়ে মোদির কাছে প্রশ্ন অরূপের
- রাত পোহালেই চতুর্থ দফা নির্বাচন, বহরমপুরের নির্বাচনী শিবিরে ব্যস্ততার চেনা ছবি