পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'তৃণমূল যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে', ভোট শুরুতেই হুঁশিয়ারি লকেটের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Locket Chattopadhyay: ভোটের দিন সকালেও হুগলিতে তৃণমূলকে একহাত নিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ তৃণমূল কিছু করলে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লকেট ৷

Locket Chattopadhyay
লকেট চট্টোপাধ্যায় (নিজস্ব)

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 9:17 AM IST

লকেট চট্টোপাধ্যায় (নিজস্ব ভিডিয়ো)

হুগলি, 20 মে: বিজেপি কোনও এজেন্টের গায়ে হাত লাগলে তার যথাযথ উত্তর দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ ভোট শুরুর আগেই সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে হুগলির একাধিক এলাকায় ৷ বুথের বাইরে এক তৃণমূল কর্মীকে ধমকাতেও দেখা গেল বিজেপি প্রার্থীকে ৷ এরই পাশাপাশি তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারিও দিলেন বিজেপি প্রার্থী ৷

এদিন লকেট বলেন, "সবকিছু ঠিকঠাকই আপাতত চলছে ৷ দুই-তিন জায়গায় হুমকি দেওয়া হয়েছে আমাদের এজেন্টদের ৷ কিছু জায়গায় ইভিএম মেশিন কাজ করছে না কিন্তু কাজ চলছে। আমি এখানে ধনিয়াখালীতে আছি, এখানে পরিস্থিতি ভালোই ৷" বিজেপি প্রার্থীর দাবি, "মূলত দুর্নীতির বিরুদ্ধে ভোট হচ্ছে ৷ আমরা আশা করি নির্বাচন কমিশন এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে ৷"

এখানেই শেষ নয়, তৃণমূলের বিরুদ্ধে হুংশিয়ারির সুরও শোনা গিয়েছে লকেটের গলায় ৷ তিনি বলেন, "আমাদের পোলিং এজেন্টের গায়ে হাত লাগলে উত্তর সেই মতো দেওয়া হবে ৷ এখানে কোনও খোলা হবে না ৷ এখানে কোনও তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গিয়েছে ৷ তৃণমূূল যে ভাষায় বুঝবে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে ৷ টাকা নিয়ে রাতে আইপ্যাকের টিম ঢুকেছে ৷ ওদের কিছু বলার নেই তাই টাকা বিলি করছে ৷"

এদিন ধনিয়াখালিতে সিতি পলাশি প্রাথমিক বিদ্যালয় বুথ নাম্বার 117 নম্বর বুথে লকেট চট্টোপাধ্যায় এক মহিলা ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ করেন ৷ এই সময় এক মহিলাকে আটকেছেন বলেও দাবি করেছেন লকেট ৷ এরপর তাঁকে বুথ থেকে বের করে দেন বিজেপি প্রার্থী ৷ অন্যদিকে, আরও এক বুথের ভিতর থেকে রাজ্য পুলিশের এক মহিলা কর্মীকে বের করে দিতে দেখা যায় লকেটকে ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details