কলকাতা, 30 অগস্ট: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার কলকাতা পুরনিগমের অধিবেশন তোলপাড় হল বাম-কংগ্রেস থেকে বিজেপির বিক্ষোভে । এই ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, ‘‘গুজরাতে ধর্ষকদের জেল থেকে মুক্ত করে গলায় মালা পরিয়ে অভিনন্দন জানায় আর অধিবেশন কক্ষে বিচার চেয়ে নাটক করছে ।’’
তিনি আরও বলেন, ‘‘বিচার কার থেকে চাইছ ? সিবিআই তদন্ত করছে । আমদের সুপ্রিম কোর্টে বিচারপতির উপর বিশ্বাস আছে । গুজরাত সরকার একদম অপদার্থ । এইসব কাজ থেকেই তো সমাজে অপরাধীরা উৎসাহিত হয় । বিচার আমরা নিজেরাও চাই ।’’ ফিরহাদের আরও বক্তব্য, ‘‘বিজেপি নাটক না করে আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিল উত্থাপন করবেন, সেই বিল শুভেন্দু অধিকারীরা সমর্থন করুক, যাতে ভবিষ্যতে আরজি করের মতো ঘটনা আর না হয় ।’’
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘সিবিআই যাতে এটা সারদা নারদা তদন্তের মতো না করে । ধর্ষকরা যাতে বাইরে ঘুরে না বেরায় । ধর্ষণ কোনও মহিলার জীবনের বেঁচে থাকা লড়াই করার মানসিকতা নষ্ট করে দেয় ।’’ গুজরাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘যেখানে অপরাধীদের সম্মান দেওয়া হয়, তারাও অপরাধী। যারা ধর্ষণের সমর্থন করে তারা কিট, নিচ । মহিলাদের অসম্মান করা মানে নিজের মাকে অসম্মান করা । আমি-আপনি সবাই মায়ের সন্তান ।’’
উল্লেখ্য, এ দিন শোকপ্রস্তাবে অভয়ার প্রসঙ্গ না থাকায় বিজেপি কাউন্সিলররা আবেদন করেন, তাঁর জন্য শোক জানাতে । প্রথমে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অরূপ চক্রবর্তী গররাজি হলেও পরে মেয়রের হস্তক্ষেপে মেনে নেন । কিন্তু এরপর অধিবেশন মুলতবি প্রস্তাব করেন বিজেপি কাউন্সিলররা । সেই প্রস্তাব অবশ্য মানেননি অরূপ চক্রবর্তী । এই তারপরেই হইচই শুরু হয় কক্ষে । এর পর অধিবেশন চালিয়ে গেলে বিজেপি কাউন্সিলররা বাইরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন ।
9 অগস্ট সকাল 10টা থেকে 11টা ! সন্দীপ ঘোষের রহস্যময় এক ঘণ্টায় নজর সিবিআইয়ের