পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বিজেপি সাংসদদের ‘ভেড়া’ সম্বোধন করে নয়া বিতর্কে ফিরহাদ - Lok Sabha Election 2024

BJP MPs sheep: বিজেপি সাংসদদের ভেড়া সম্বোধন করে নয়া বিতর্কের জন্ম দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ প্রশ্ন তুললেন বিজেপির প্রচার নিয়ে ৷ বিঁধলেন সিবিআই-ইডিকে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 10:13 PM IST

Updated : Apr 27, 2024, 10:18 PM IST

বিতর্কে জড়ালেন ফিরহাদ

মালদা, 27 এপ্রিল: সংখ্যালঘু অধ্যুষিত উত্তর মালদায় নির্বাচনি প্রচারে এসে সংখ্যালঘুদের উপরেই ভরসা রাখলেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম ৷ উসকে দিলেন এনআরসি-সিএএ ইস্যুও ৷ প্রশ্ন তুললেন বিজেপির প্রচার নিয়ে ৷ বিঁধলেন সিবিআই-ইডিকে ৷ একই সঙ্গে, বিজেপি সাংসদদের 'ভেড়া' বলে সম্বোধনও করলেন ফিরহাদ হাকিম ৷

শনিবার দুপুরে রতুয়া স্টেডিয়ামে চপার থেকে নেমে মেয়েকে নিয়ে চাঁদমনি গ্রাম পঞ্চায়েতের হাজিরহাটে আসেন ফিরহাদ ৷ সেখানেই উত্তর মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন তিনি ৷ বক্তব্য রাখতে গিয়ে বলেন, “সন্দেশখালিতে যদি কোনও অন্যায় হয়ে থাকে, তবে ওদের গ্রেফতার করা হবে ৷ বিচার করে আদালত ওদের যা শাস্তি দেবে, সেটাই হবে ৷ কিন্তু হাথরাসে যারা খুন করে পুড়িয়ে দিল, তাদের কী শাস্তি হল, নরেন্দ্র মোদি আর মুখ্যমন্ত্রী যোগীকে উত্তর দিতে হবে ৷ মণিপুরে আমার মায়েরা উলঙ্গ হয়ে ঘুরছে, নরেন্দ্র মোদির হৃদয় কাঁপছে না ? এখানে তাঁর হৃদয় কাঁপছে, চোখ দিয়ে জল গড়াচ্ছে ৷ নারীর সম্মান শুধু বাংলায় ৷ এখানে আপনাকে 'কুমীরের কান্না' কাঁদতে হবে না ৷”

বিজেপি সাংসদদের 'ভেড়া' সম্বোধন করে এদিন নতুন বিতর্কেরও জন্ম দিয়েছেন ফিরহাদ ৷ তিনি বলেন, “খগেন যখন বিধায়ক ছিল, আমার উলটো দিকে চুপ করে বসে থাকত ৷ সাংসদ মানে কী ? সাংসদ মানে লড়াই করার জন্য আসবে ৷ আমাদের প্রার্থী পুলিশে লড়াই করেছে, এখন বলছে আবার লড়াই করবে ৷ লড়াইয়ের জন্য সাংসদ দরকার ৷ খগেন মুর্মু কীসের সাংসদ ? কাউন্টিং এমপি ৷ সকালে চরতে যাওয়া গোরু-ভেড়া সন্ধ্যায় ফেরার সময় গুনে রাখে ৷ নরেন্দ্র মোদির এবার চারশোটা ভেড়া চাই ৷”

এদিন মোদির উদ্দেশে ফিরহাদের মন্তব্য, “যে সম্প্রদায়ের সাতটা বাচ্চা হয় বলে কটাক্ষ করছেন, কিন্তু আপনার বাবারও তো সাতটা বাচ্চা ৷ আপনি আমার সম্প্রদায়ের কথা বলেন কীভাবে ! আমরা কি সবাই অনুপ্রবেশকারী ? আমরা স্বাধীনতার সময় থেকে ভারতবর্ষে রয়েছি ৷ অসমে এনআরসি করে আপনি ভয় দেখিয়েছেন ৷ এখানে এনআরসি করার ক্ষমতা আপনার নেই ৷ কারণ, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজও বলছি, আমরা ক্যা করতেও দেব না ৷”

আরও পড়ুন

ধস কবলিতরা বিপদে পড়লে ইসিএলকে ছাড়ব না, কেন্দ্রের পুনর্বাসন নিয়ে হুঁশিয়ারি মমতার

'রিফিউজি হয়ে গেলাম ?' বালুরঘাটে ভোট না দিতে পেরে আতঙ্কিত 43 মহিলা

Last Updated : Apr 27, 2024, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details