পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য, দিলীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের - FIR Against Dilip Ghosh - FIR AGAINST DILIP GHOSH

FIR Against Dilip Ghosh: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্যের জন্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের ৷ এক সাধারণ গৃহবধূ দুর্গাপুর থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের জন্যই এফআইআর জানিয়েছেন ওই গৃহবধূ কাজল দাস ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 11:13 AM IST

Updated : Mar 28, 2024, 12:55 PM IST

দিলীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

দুর্গাপুর, 27 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পিতৃপরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের ৷ ভোট প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ এলাকার এক গৃহবধূ দুর্গাপুর থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 504 এবং 509 ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, এমএএমসি টাউনশিপের বাসিন্দা কাজল দাস নামে এক গৃহবধূ দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ৷ বৃহস্পতিবার তিনি বলেন, "আমি সোশাল মিডিয়ায় এবং টিভিতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য শুনেছিলাম ৷ উনি এর আগেও এই ধরনের বহু মন্তব্য করেছেন। আমি কোনও রাজনৈতিক দল করি না। দিদি একজন নারী, আমিও একজন নারী তাই একজন নারীকে এভাবে অপমানের জন্য আমি অভিযোগ দায়ের করেছি। আমি চাইছি ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।"

পাশাপাশি দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের একাংশ দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে দিলীপ ঘোষের নামে অভিযোগ দায়ের করেন ৷ এ প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই অভিযোগ করেন, "দিলীপ ঘোষ সবসময়ই কথা বলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপবাবু। মঙ্গলবার দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করেন তিনি। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।" এই ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও তারা আশাবাদী আইনজীবীরা। অন্য এক আইনজীবী বলেন, "আমাদের মনে হয় দিলীপ ঘোষ বারবার বিতর্কিত কথা বলেন ৷ সংশোধনের জন্য তাঁকে একবার সংশোধনাগারে পাঠানো উচিত। তিনি যদি এরপরে সংযত না-হন, তাহলে তাঁকে কী করে সংশোধনাগরে পাঠাতে হয় তা আমরা জানি।"

দিলীপ ঘোষকে মানসিক হাসপাতালে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা। দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবী বৈশাখি বন্দ্যোপাধ্যায় বলেন, "দেশের মহিলাদের কাছে আইকন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন একজন সাংসদ, তা অত্যন্ত লজ্জাজনক ৷ আমরা মনে করি দিলীপ ঘোষ ভোটে জেতার অধিকার হারিয়ে ফেলেছেন। কারণ এরপর সাধারণ মানুষ ভাববেন, এই ধরনের মানুষকে যদি ভোটে জেতানো হলে মহিলাদের প্রতি কী ধরনের আচরণ করতে পারেন ? আমরা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম।" দুর্গাপুরে প্রচারের প্রথম দিনে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে পরে অনুতাপ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। শুধু তাই নয়, ইতিমধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করে তাঁকে শো-কজ করা হয়েছে ৷ পাশাপাশি তৃণমূলের তরফে নির্বাচনে কমিশনেও নালিশ করা হয়েছে ৷

আরও পড়ুন

মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের

প্রধানমন্ত্রীর 3 হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা, বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

Last Updated : Mar 28, 2024, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details