পূর্ব বর্ধমান, 10 মার্চ:দল তাঁকে সরিয়ে দিয়েছে, তাই তিনি খুশি ৷ না-হলে তাঁকেও মরতে হত লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে ৷ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের দু’বারের জয়ী তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ৷ এমনকী রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁকে হারানোর চেষ্টা করেছিলেন তিনি ৷
তৃণমূল কংগ্রেসের লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা আজ কলকাতার ব্রিগেডের জনগর্জন সভা থেকে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই তালিকায় নাম নেই গত লোকসভায় জেতা পাঁচ জন তৃণমূল সাংসদের ৷ তার মধ্যে অন্যতম বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডল ৷ বদলে বর্ধমান পূর্ব লোকসভা আসনে টিকিট পান ডাঃ শর্মিলা সরকার ৷ ভোটে তৃণমূল থেকে টিকিট না-মেলায় আক্ষেপ ঝড়ে পড়ে সাংসদের গলায় ৷
ইটিভি ভারতকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল মণ্ডল বলেন, "দল যাকে যোগ্য মনে করেছে, তাঁকে প্রার্থী করেছে ৷ তবে একদিকে ভালো হয়েছে, ওই দলে দাঁড়িয়ে জিততে গেলে দলের বিরুদ্ধে প্রথমে জিততে হবে ৷ আর এদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেখা যাবে আমাকেও মেরে দেবে ৷"
আজ তাঁর নিশানায় ছিলেন স্বয়ং মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তাঁকে তোপ দেগে সাংসদ বলেন, "দল যাকে যোগ্য মনে করেছে তাঁকে প্রার্থী করেছে ৷ রাজনীতিতে এটা হয়েই থাকে ৷ তৃণমূল ভেবেছে অন্য কাউকে দাঁড় করালে ভালো হবে, তাই তাকে প্রার্থী করেছে ৷ আমার কোনও আফসোস নেই ৷ দল যা বলবে, সেই অনুযায়ী দেখা যাবে ৷ আমার কোনও খারাপ লাগার জায়গা নেই ৷ আমার এই দল থেকে কিছু পাওয়ার ছিল না ৷ এর আগে আমাকে টিকিট দিয়েছে আমি জিতেছি ৷ গতবার তো তিনজনের বিরুদ্ধে লড়াই করে জিতেছি ৷ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন বিধায়ক নার্গিস বেগম ও তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাকে হারানোর চক্রান্ত করেছিল ৷"
এর থেকেও ভয়াবহ অভিযোগ এদিন করেছেন বর্ধমান পূর্ব লোকসভার বিদায়ী সাংসদ ৷ তিনি অভিযোগ করেছেন, "স্বপন দেবনাথ তাঁর নিজের তিনটে পঞ্চায়েত এলাকায় আমাকে হারিয়ে দিয়েছিল ৷ যে ইনসান মল্লিক আমার একনিষ্ঠ কর্মী ছিলেন, আমার জেতার পেছনে তাঁর অন্যতম অবদান ছিল ৷ তাঁকে মেরে দেওয়া হয়েছে, তাঁর জন্য দুঃখ হয় ৷ সে আমাকে 22 হাজার ভোটে লিড দিয়েছিল ৷ আমি তাঁদের জন্য কিছু করতে পারিনি সেইজন্য দুঃখিত ৷ আমাকে সরিয়ে দিয়েছে আমি খুশি ৷ হয়তো এদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেখা যাবে আমাকেও মেরে দেবে ৷ আমি ওই কেন্দ্রে জমি তৈরি করেছি, ভালো ফসল হয়েছে ৷ আবার ভালো ফসল হলেও তো পোকা ধরে ৷ মানুষ আমাকে ভালোবাসে ৷ আজ সারাক্ষণ ধরে অনেক মানুষ ফোন করেছেন ৷ তাঁদের আক্ষেপ রয়ে গেল আমাকে না পাওয়ার জন্য ৷’’
আরও পড়ুন:
- ব্রিগেডের মঞ্চে কর্পোরেট লুক, চমকের মাঝে কি সারল্য হারাচ্ছে মমতার 'সাদামাটা' ঘাসফুল ?
- তৃণমূলের জনগর্জনে হলুদ পতাকায় 'অধিনায়ক অভিষেক'
- তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন