পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অরুণাচল প্রদেশ বিধানসভা ভোটে 34 জন প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের - Arunachal Assembly Elections - ARUNACHAL ASSEMBLY ELECTIONS

Congress Candidate List: লোকসভা নির্বাচনের যেদিন প্রথম দফার ভোটগ্রহণ, সেদিনই অরুণাচল প্রদেশে বিধানসভার ভোট হবে ৷ সেখানে বিধানসভায় 60টি আসন ৷ বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের 34টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে কংগ্রেস ৷

Arunachal Pradesh Assembly Elections 2024
Arunachal Pradesh Assembly Elections 2024

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 3:41 PM IST

নয়াদিল্লি, 21 মার্চ: অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস ৷ বৃহস্পতিবার কংগ্রেসের তরফে এই তালিকা ঘোষণা করা হয় ৷ অরুণাচল প্রদেশ বিধানসভায় 60টি আসন ৷ এর মধ্যে 34টি আসনে এ দিন প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস ৷

অরুণাচল প্রদেশে এখন ক্ষমতায় রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৷ সেখানে এখন বিজেপির বিধায়ক সংখ্যা 53 ৷ জোট শরিক এনপিপি-র দু’জন বিধায়ক রয়েছেন ৷ এছাড়া একজন নির্দল বিধায়কও রয়েছেন ৷ বিরোধী বলতে এনসিপি-র একজন বিধায়ক ৷ তিনটি আসন শূন্য রয়েছে ৷ কংগ্রেসের কোনও বিধায়ক নেই ৷

যদিও 2019 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তিনটি আসনে জিতেছিল ৷ পরে ওই তিন বিধায়কই বিজেপিতে যোগ দেন ৷ কংগ্রেসের জেতা তিনটি আসন ছিল পাসিঘাট পশ্চিম, মেবো ও বরদুরিয়া-বাগাপানি ৷ এই তিন আসনে সেবার জিতেছিলেন নিনং এরিং, লম্বো তারেং ও ওয়াংলিং লোয়াংডং ৷

অরুণাচল প্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী তালিকা

এ দিন কংগ্রেসের তরফে দেওয়া প্রথম তালিকায় ওই তিনটি কেন্দ্রের মধ্যে দু’টি কেন্দ্রের নাম রয়েছে ৷ সেই দু’টি হল পাসিঘাট পশ্চিম ও মেবো ৷ পাসিঘাট পশ্চিমে কংগ্রেসের প্রার্থী তাপেয়াম পাদা এবং মেবো কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়াই করবেন কারো তায়েং ৷ অরুণাচল প্রদেশে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ৷ তিনি মুক্ত কেন্দ্রের বিধায়ক ৷ ওই আসনটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ৷ সেখানে এবার কংগ্রেসের প্রার্থী সানহে ফুন্টশোক ৷

অরুণাচল প্রদেশে বিধানসভার ভোটগ্রহণ আগামী 19 এপ্রিল ৷ গতকাল বুধবার (20 মার্চ) ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আগামী 27 মার্চ ৷ 28 মার্চের মধ্যে সমস্ত মনোনয়নপত্র স্ক্রুটিনি করে ফেলবে নির্বাচন কমিশন ৷ মনোয়নপত্র প্রত্যাহার করার শেষদিন 30 মার্চ ৷ ভোট গণনা হবে 2 জুন ৷

আরও পড়ুন:

  1. লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি কংগ্রেসের, মোদিকে নিশানা জয়রামের
  2. সাত আসনে কংগ্রেস প্রার্থীদের নাম জানালেন অধীর, সেলিমের জন্য ছাড়া হচ্ছে মুর্শিদাবাদ
  3. বিরোধী দলের সরকার ফেলতে কাজে লেগেছে ইলেক্টোরাল বন্ডের টাকা, দাবি রাহুলের

ABOUT THE AUTHOR

...view details