নয়াদিল্লি, 21 মার্চ: অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস ৷ বৃহস্পতিবার কংগ্রেসের তরফে এই তালিকা ঘোষণা করা হয় ৷ অরুণাচল প্রদেশ বিধানসভায় 60টি আসন ৷ এর মধ্যে 34টি আসনে এ দিন প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস ৷
অরুণাচল প্রদেশে এখন ক্ষমতায় রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৷ সেখানে এখন বিজেপির বিধায়ক সংখ্যা 53 ৷ জোট শরিক এনপিপি-র দু’জন বিধায়ক রয়েছেন ৷ এছাড়া একজন নির্দল বিধায়কও রয়েছেন ৷ বিরোধী বলতে এনসিপি-র একজন বিধায়ক ৷ তিনটি আসন শূন্য রয়েছে ৷ কংগ্রেসের কোনও বিধায়ক নেই ৷
যদিও 2019 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তিনটি আসনে জিতেছিল ৷ পরে ওই তিন বিধায়কই বিজেপিতে যোগ দেন ৷ কংগ্রেসের জেতা তিনটি আসন ছিল পাসিঘাট পশ্চিম, মেবো ও বরদুরিয়া-বাগাপানি ৷ এই তিন আসনে সেবার জিতেছিলেন নিনং এরিং, লম্বো তারেং ও ওয়াংলিং লোয়াংডং ৷
অরুণাচল প্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী তালিকা এ দিন কংগ্রেসের তরফে দেওয়া প্রথম তালিকায় ওই তিনটি কেন্দ্রের মধ্যে দু’টি কেন্দ্রের নাম রয়েছে ৷ সেই দু’টি হল পাসিঘাট পশ্চিম ও মেবো ৷ পাসিঘাট পশ্চিমে কংগ্রেসের প্রার্থী তাপেয়াম পাদা এবং মেবো কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়াই করবেন কারো তায়েং ৷ অরুণাচল প্রদেশে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ৷ তিনি মুক্ত কেন্দ্রের বিধায়ক ৷ ওই আসনটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ৷ সেখানে এবার কংগ্রেসের প্রার্থী সানহে ফুন্টশোক ৷
অরুণাচল প্রদেশে বিধানসভার ভোটগ্রহণ আগামী 19 এপ্রিল ৷ গতকাল বুধবার (20 মার্চ) ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আগামী 27 মার্চ ৷ 28 মার্চের মধ্যে সমস্ত মনোনয়নপত্র স্ক্রুটিনি করে ফেলবে নির্বাচন কমিশন ৷ মনোয়নপত্র প্রত্যাহার করার শেষদিন 30 মার্চ ৷ ভোট গণনা হবে 2 জুন ৷
আরও পড়ুন:
- লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি কংগ্রেসের, মোদিকে নিশানা জয়রামের
- সাত আসনে কংগ্রেস প্রার্থীদের নাম জানালেন অধীর, সেলিমের জন্য ছাড়া হচ্ছে মুর্শিদাবাদ
- বিরোধী দলের সরকার ফেলতে কাজে লেগেছে ইলেক্টোরাল বন্ডের টাকা, দাবি রাহুলের