ঝাড়গ্রাম, 19 মে: ঝাড়গ্রামে লোকসভা ভোট 25 মে ৷ তার আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা ৷ এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করলেন বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। ফুলবদল করেই বিজেপিকে আদিবাসী বিরোধী বলে আক্রমণ করেন তিনি ৷ রবিবার দুপুরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের ছাতিনাশোলে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে জনসভা করেন অভিষেক। সেখানেই তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন কুনার হেমব্রম ৷ যেদিন তিনি দলবদল করছেন সেদিনই রাজ্যের অন্য প্রান্তে সভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামিকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জনসভার আগের দিনই তৃণমূলে যোগদান করলেন বিজেপির বিদায়ী সাংসদ। এদিন কুনার হেমব্রম বলেন ,"মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের জন্য প্রচুর উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের সামিল হতেই তৃণমূলে যোগদান করলাম ৷ অন্যদিকে, আদিবাসীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে বিজেপি ৷ আমাদের পরিচয় হরণ করার চেষ্টা করা হচ্ছে ৷" জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরাবাহা হাঁসদাও ৷ তিনি ভোটের আগে বিজেপির বিদায়ী সাংসদের ঘাসফুল শিবিরের যোগদান নিয়ে বলেন, "জঙ্গলমহলের মানুষ এবারে ভোটে রায় তৃণমূলের পক্ষে দেবে ৷ দলবদল সেটাই জানান দিচ্ছে ৷ বিজেপির কোনও অস্তিস্ব আর জঙ্গলমহলে থাকবে না ৷"