বহরমপুর, 3 মার্চ: অধীর গড়ে বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা ৷ তবে, শুধুই চিকিৎসক নন, মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত এবং বেশ জনপ্রিয় ৷ ফলে বহরমপুর লোকসভা ভোটে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে তেমন কাউকে দাঁড় করাতে হত গেরুয়া শিবিরকে ৷ তাই এবার বিজেপির প্রতীকে অধীরের সম্মুখসমরে সেনাপতি সমাজসেবী চিকিৎসক ৷ অন্যদিকে, মুর্শিদাবাদ লোকসভায় বিজেপির তাস বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ৷
বহরমপুর লোকসভা
2021 বিধানসভা নির্বাচনে বিজেপি নির্মল সাহাকে প্রার্থী করতে চেয়েছিল ৷ কিন্তু, বহরমপুর সদর ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক তখন রাজি হননি ৷ তবে, বিজেপির লোকসভার প্রার্থী বাছাইয়ের সমীক্ষায় ফের একবার 66 বছরের নির্মল সাহার নাম উঠে আসে ৷ এবার আর তিনি অমত করেননি ৷ শনিবার সন্ধেয় প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে, তিনিও উচ্ছ্বসিত ৷
নির্মল সাহার বাড়ি থেকে বিজেপির জেলা সদর কার্যালয়ের দূরত্ব মাত্র একশো মিটার ৷ তালিকা প্রকাশ হতেই চলে যান দলীয় কার্যালয়ে ৷ আবির খেলা শুরু হয় সেখানে ৷ নির্মল সাহা বলেন, "আমি রাজনৈতিক লোক নই ৷ কিন্তু রাজনীতি সচেতন ৷ রাজ্যে স্বাস্থ্য, শিক্ষার বেহাল অবস্থা ৷ সরকারি চাকরি ছাড়ার পর মনে করেছিলাম আমাদের মতো মানুষদের রাজনীতিতে আসা দরকার ৷ সমাজের পরিবর্তন করতে এগিয়ে আসা দরকার ৷"
নির্মল সাহা মুর্শিদাবাদ জেলায় অন্যতম পরিচিত মুখ ৷ তবে, শুধু চিকিৎসক হিসাবে নন ৷ সামাজিক কাজকর্মের মাধ্যমে নির্মল সাহা বহুদিন ধরে সাধারণ মানুষের সংস্পর্শে রয়েছেন ৷ অবসরের পর প্রাইভেটে চিকিৎসার পশাপাশি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ সেই সময় থেকে সাধারণ মানুষের সঙ্গে পরিচিতির গণ্ডি আরও প্রসারিত হয়েছে ৷ দীর্ঘদিন বহরমপুর সদর হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন ৷ চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে বহরমপুরের কল্পনা মোড়ে প্রাইভেটে প্র্যাকটিস করেন ৷ পাশাপাশি সমাজ সেবার সঙ্গে যুক্ত হন ৷ এবার তিনিই পদ্ম প্রতীকে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর গড়ে প্রার্থী বহরমপুর লোকসভায় ৷
উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্রে 1999 সাল থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসছেন অধীর চৌধুরী ৷ অবশ্য গত লোকসভায় অধীরের ভোট শতাংশ ও জয়ের ব্যবধান অনেকটাই কমেছে ৷ 2019 লোকসভা অধীর ভোট পেয়েছিলেন 45.47 শতাংশ ৷ 2014 লোকসভার থেকে 5.07 শতাংশ কম ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 5 লক্ষ 91 হাজার 147 ৷ প্রতিপক্ষের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে 80 হাজার 696 ভোটে হারিয়েছিলেন ৷ অপূর্ব সরকার মোট 5 লক্ষ 10 হাজার 410 ভোট পেয়েছিলেন ৷ আর তাঁর ভোট শতাংশ ছিল 39.26 ৷ অর্থাৎ, 2014-র নিরিখে তৃণমূল বহরমপুরে 19.61 শতাংশ বেশি ভোট পেয়েছিল ৷ সেখানে বিজেপির কৃষ্ণ জোয়ারদার 1 লক্ষ 43 হাজার 38 ভোট পেয়েছিলেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার ছিল 11 শতাংশ ৷ ফলে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নির্মল সাহাকে বেশ পরিশ্রম করতে হবে অধীর গড়ে দাঁত ফোটাতে ৷
মুর্শিদাবাদ লোকসভা
অন্যদিকে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার পদ্ম প্রতীকে লড়ছেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ৷ বিধায়কের পাশাপাশি বছর একান্নর গৌরীশঙ্করের দুগ্ধ-সহ বেশ কয়েকটি ব্যবসা রয়েছে ৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর তিনি ৷ 2021 বিধানসভায় তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়কে 2 হাজার 491 ভোটে হারিয়েছিলেন ৷ এবার তাঁকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি ৷ প্রায় 78 শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে এই কেন্দ্রে ৷ গৌরিশঙ্কর ঘোষ বলেন, "গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আমরা দ্বিতীয় ছিলাম ৷ এবার প্রথম হব ৷"
তবে, এতটাই কি সহজ প্রথম হওয়া ? 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 6 লক্ষ 4 হাজার 346 ৷ প্রাপ্ত ভোটের হার 41.57 শতাংশ ৷ আর 2014 সালের নিরিখে 19.56 শতাংশ ভোট বেশি পেয়েছিল তৃণমূল ৷ সেখানে দ্বিতীয়স্থানে ছিলেন কংগ্রেসের আবু হেনা ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 3 লক্ষ 77 হাজার 929 ৷ প্রাপ্ত ভোটের হার 26 শতাংশ ৷ তবে, 5.72 শতাংশ ভোট কমেছিল কংগ্রেসের ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর 2 লক্ষ 47 হাজার 809 ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকলেও, ভোটের হার 9.15 শতাংশ বেড়েছিল ৷সেই নিরিখে এবার বিজেপি প্রার্থী বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জোর টক্কর দেবেন বলেই ধরা হচ্ছে ৷
তবে, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার (গত লোকসভায় বহরমপুরের পরাজিত তৃণমূলপ্রার্থী) বলছেন, "লোকসভা ভোট প্রার্থী দেখে হয় না ৷ প্রতীক দেখে হয় ৷ দুই কেন্দ্রের অধিকাংশ বিধানসভায় আমরা এগিয়ে রয়েছি ৷ পঞ্চায়েত নির্বাচনেও আমরা এগিয়ে ছিলাম ৷ ফলে মুর্শিদাবাদ পুনর্দখল-সহ বহরমপুরও আমাদের দখলে আসছে ৷"
আরও পড়ুন:
- বাঁকুড়ায় ভরসা সুভাষ-সৌমিত্রই, 'দু'লক্ষ ভোটে জিতব'; আত্মবিশ্বাসী বিষ্ণুপুরের সাংসদ
- আসানসোলের বিজেপি প্রার্থীর মিউজিক ভিডিয়োয় বাংলার নারীদের অসম্মান, মোদিকে খোঁচা সাগরিকার
- আসানসোলে দেওয়াল লিখন শুরু পবন সিংয়ের, শুভেচ্ছা জানালেন তৃণমূলের শত্রুঘ্ন