পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অধীর-গড়ে বিজেপির তাস চিকিৎসক নির্মল সাহা, মুর্শিদাবাদে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ - Adhir Chowdhury

BJP Baharampur and Murshidabad Lok Sabha Candidates: প্রথম পর্যায়ে রাজ্যের কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ যেখানে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক তথা সমাজসেবী হিসেবে পরিচিত নির্মল সাহাকে ৷ যা খুবই উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলেই মনে করছে জেলার রাজনৈতিকমহল ৷ যেখানে অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত এই বহরমপুর লোকসভা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 5:58 PM IST

বহরমপুর, 3 মার্চ: অধীর গড়ে বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা ৷ তবে, শুধুই চিকিৎসক নন, মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত এবং বেশ জনপ্রিয় ৷ ফলে বহরমপুর লোকসভা ভোটে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে তেমন কাউকে দাঁড় করাতে হত গেরুয়া শিবিরকে ৷ তাই এবার বিজেপির প্রতীকে অধীরের সম্মুখসমরে সেনাপতি সমাজসেবী চিকিৎসক ৷ অন্যদিকে, মুর্শিদাবাদ লোকসভায় বিজেপির তাস বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ৷

বহরমপুর লোকসভা

2021 বিধানসভা নির্বাচনে বিজেপি নির্মল সাহাকে প্রার্থী করতে চেয়েছিল ৷ কিন্তু, বহরমপুর সদর ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক তখন রাজি হননি ৷ তবে, বিজেপির লোকসভার প্রার্থী বাছাইয়ের সমীক্ষায় ফের একবার 66 বছরের নির্মল সাহার নাম উঠে আসে ৷ এবার আর তিনি অমত করেননি ৷ শনিবার সন্ধেয় প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে, তিনিও উচ্ছ্বসিত ৷

নির্মল সাহার বাড়ি থেকে বিজেপির জেলা সদর কার্যালয়ের দূরত্ব মাত্র একশো মিটার ৷ তালিকা প্রকাশ হতেই চলে যান দলীয় কার্যালয়ে ৷ আবির খেলা শুরু হয় সেখানে ৷ নির্মল সাহা বলেন, "আমি রাজনৈতিক লোক নই ৷ কিন্তু রাজনীতি সচেতন ৷ রাজ্যে স্বাস্থ্য, শিক্ষার বেহাল অবস্থা ৷ সরকারি চাকরি ছাড়ার পর মনে করেছিলাম আমাদের মতো মানুষদের রাজনীতিতে আসা দরকার ৷ সমাজের পরিবর্তন করতে এগিয়ে আসা দরকার ৷"

নির্মল সাহা মুর্শিদাবাদ জেলায় অন্যতম পরিচিত মুখ ৷ তবে, শুধু চিকিৎসক হিসাবে নন ৷ সামাজিক কাজকর্মের মাধ্যমে নির্মল সাহা বহুদিন ধরে সাধারণ মানুষের সংস্পর্শে রয়েছেন ৷ অবসরের পর প্রাইভেটে চিকিৎসার পশাপাশি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ সেই সময় থেকে সাধারণ মানুষের সঙ্গে পরিচিতির গণ্ডি আরও প্রসারিত হয়েছে ৷ দীর্ঘদিন বহরমপুর সদর হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন ৷ চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে বহরমপুরের কল্পনা মোড়ে প্রাইভেটে প্র্যাকটিস করেন ৷ পাশাপাশি সমাজ সেবার সঙ্গে যুক্ত হন ৷ এবার তিনিই পদ্ম প্রতীকে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর গড়ে প্রার্থী বহরমপুর লোকসভায় ৷

উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্রে 1999 সাল থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসছেন অধীর চৌধুরী ৷ অবশ্য গত লোকসভায় অধীরের ভোট শতাংশ ও জয়ের ব্যবধান অনেকটাই কমেছে ৷ 2019 লোকসভা অধীর ভোট পেয়েছিলেন 45.47 শতাংশ ৷ 2014 লোকসভার থেকে 5.07 শতাংশ কম ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 5 লক্ষ 91 হাজার 147 ৷ প্রতিপক্ষের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে 80 হাজার 696 ভোটে হারিয়েছিলেন ৷ অপূর্ব সরকার মোট 5 লক্ষ 10 হাজার 410 ভোট পেয়েছিলেন ৷ আর তাঁর ভোট শতাংশ ছিল 39.26 ৷ অর্থাৎ, 2014-র নিরিখে তৃণমূল বহরমপুরে 19.61 শতাংশ বেশি ভোট পেয়েছিল ৷ সেখানে বিজেপির কৃষ্ণ জোয়ারদার 1 লক্ষ 43 হাজার 38 ভোট পেয়েছিলেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার ছিল 11 শতাংশ ৷ ফলে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নির্মল সাহাকে বেশ পরিশ্রম করতে হবে অধীর গড়ে দাঁত ফোটাতে ৷

মুর্শিদাবাদ লোকসভা

অন্যদিকে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার পদ্ম প্রতীকে লড়ছেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ৷ বিধায়কের পাশাপাশি বছর একান্নর গৌরীশঙ্করের দুগ্ধ-সহ বেশ কয়েকটি ব্যবসা রয়েছে ৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর তিনি ৷ 2021 বিধানসভায় তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়কে 2 হাজার 491 ভোটে হারিয়েছিলেন ৷ এবার তাঁকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি ৷ প্রায় 78 শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে এই কেন্দ্রে ৷ গৌরিশঙ্কর ঘোষ বলেন, "গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আমরা দ্বিতীয় ছিলাম ৷ এবার প্রথম হব ৷"

তবে, এতটাই কি সহজ প্রথম হওয়া ? 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 6 লক্ষ 4 হাজার 346 ৷ প্রাপ্ত ভোটের হার 41.57 শতাংশ ৷ আর 2014 সালের নিরিখে 19.56 শতাংশ ভোট বেশি পেয়েছিল তৃণমূল ৷ সেখানে দ্বিতীয়স্থানে ছিলেন কংগ্রেসের আবু হেনা ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 3 লক্ষ 77 হাজার 929 ৷ প্রাপ্ত ভোটের হার 26 শতাংশ ৷ তবে, 5.72 শতাংশ ভোট কমেছিল কংগ্রেসের ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর 2 লক্ষ 47 হাজার 809 ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকলেও, ভোটের হার 9.15 শতাংশ বেড়েছিল ৷সেই নিরিখে এবার বিজেপি প্রার্থী বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জোর টক্কর দেবেন বলেই ধরা হচ্ছে ৷

তবে, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার (গত লোকসভায় বহরমপুরের পরাজিত তৃণমূলপ্রার্থী) বলছেন, "লোকসভা ভোট প্রার্থী দেখে হয় না ৷ প্রতীক দেখে হয় ৷ দুই কেন্দ্রের অধিকাংশ বিধানসভায় আমরা এগিয়ে রয়েছি ৷ পঞ্চায়েত নির্বাচনেও আমরা এগিয়ে ছিলাম ৷ ফলে মুর্শিদাবাদ পুনর্দখল-সহ বহরমপুরও আমাদের দখলে আসছে ৷"

আরও পড়ুন:

  1. বাঁকুড়ায় ভরসা সুভাষ-সৌমিত্রই, 'দু'লক্ষ ভোটে জিতব'; আত্মবিশ্বাসী বিষ্ণুপুরের সাংসদ
  2. আসানসোলের বিজেপি প্রার্থীর মিউজিক ভিডিয়োয় বাংলার নারীদের অসম্মান, মোদিকে খোঁচা সাগরিকার
  3. আসানসোলে দেওয়াল লিখন শুরু পবন সিংয়ের, শুভেচ্ছা জানালেন তৃণমূলের শত্রুঘ্ন

ABOUT THE AUTHOR

...view details