পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'আয়বহির্ভূত সম্পত্তি'তে অভিযুক্ত বিজেপি প্রার্থী দেবাশিস ধর কোটিপতি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: আয়বহির্ভূত সম্পত্তির মামলা চলছে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের বিরুদ্ধে ৷ বীরভূম জেলার নির্বাচন কমিশনে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় এবার প্রাক্তন এই আইপিএস আধিকারিকের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব উঠে এল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 12:44 PM IST

বীরভূম, 25 এপ্রিল: 'আয়বহির্ভূত সম্পত্তি'র মামলায় অভিযুক্ত বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর ৷ নির্বাচন কমিশনে তাঁর দাখিল করা মনোনয়নের হলফনামায় আড়াই কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দেখিয়েছেন প্রাক্তন আইপিএল ৷ বর্তমানে প্রাক্তন এই পুলিশ কর্তার বিরুদ্ধে দু’টি মামলাও চলছে ৷

2021 বিধানসভা নির্বাচনের সময় কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন আইপিএস দেবাশিস ধর ৷ নির্বাচন চলাকালীন শীলতকুচিতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের ৷ এই ঘটনায় পুলিশ সুপারের কমিশনকে দেওয়া রিপোর্টে খুশি হয়নি রাজ্য সরকার, এমনটাই অভিযোগ ওঠে ৷ অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় পুলিশ সুপার দেবাশিস ধরকে ৷

পরে 2022 সালে এই পুলিশ কর্তার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে ৷ এই মর্মে দক্ষিণ 24 পরগনায় দু’টি মামলা রুজু হয় ৷ সিআইডি ঘটনার তদন্তে নামে ৷ হানা দেয় দেবাশিসবাবুর বাড়ি-সহ বিভিন্ন জায়গায় ৷ সিআইডি তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, 2015-18 সাল তিনবছরের মধ্যে বহুগুণ সম্পত্তি বেড়েছে এই আইপিএসের ৷ এমনকি, ব্যবসায়ী সুদীপ্ত চৌধুরীর সঙ্গেও ঘনিষ্ঠতার সূত্র পাওয়া যায় প্রাক্তন পুলিশ কর্তার ৷ এরপরেই লোকসভা নির্বাচনে প্রাক্কালে হঠাৎই পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন দেবাশিস ধর ৷ সরাসরি বিজেপিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি ৷

ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী ৷ তাঁর সঙ্গে নির্বাচন কমিশনের কাছে স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাবও দিয়েছেন ৷ এই হলফনামা অনুযায়ী দেখা যাচ্ছে আড়াই কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের ৷

দেবাশিস ধরের স্থাবর সম্পত্তি

  • কলকাতায় দু’টি বাড়ি রয়েছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের ৷ যার বর্তমান বাজারমূল্য 14 লক্ষ ও 25 লক্ষ টাকা ৷
  • এর পাশাপাশি বেশ কিছু জমি রয়েছে বীরভূম লোকসভার বিজেপি প্রার্থীর নামে ৷ যার বর্তমান বাজারমূল্য 22 লক্ষ টাকা ৷
  • এর বাইরে পরিবারের সদস্যদের নামে জমি রয়েছে ৷
  • দেবাশিস ধরের হলফনামা অনুযায়ী, মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 1 কোটি 65 লক্ষ টাকা ৷

দেবাশিস ধরের অস্থাবর সম্পত্তি

  • দেবাশিস ধরের হাতে রয়েছে নগদ 1 লক্ষ টাকা ৷
  • কলকাতায় মোট 4টি ব্যাংক অ্যাকাউন্টে দেবাশিস ধরের নামে 39 লক্ষ টাকা জমা আছে ৷ 4 লক্ষ 88 হাজার টাকার সোনার গয়না ৷
  • ফিক্সড ডিপোজিট 8 লক্ষ টাকা ৷ মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে লগ্নি 5 লক্ষ 50 হাজার টাকা ৷
  • এছাড়া দুই সন্তানের নামে 14 লক্ষ 67 হাজার টাকার জীবন বীমা করিয়েছেন ৷
  • দেবাশিস ধরের সন্তানদের নামে 13 লক্ষ 50 হাজার টাকার সোনা রয়েছে ৷
  • দেবাশিস ধরের হলফনামা অনুযায়ী, মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 85 লক্ষ 24 হাজার 338 টাকা ৷
  • সব মিলিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ 2 কোটি 50 লক্ষ 24 হাজার 338 টাকা ৷

আরও পড়ুন:

  1. 5 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে শতাব্দী রায়ের সম্পত্তির পরিমাণ
  2. অধীরের ঘূর্ণি পিচে কি ঝোড়ো ব্যাট করবেন 46 কোটির ইউসুফ পাঠান ?
  3. দার্জিলিংয়ে রাজু বিস্তা, মুনিষ তামাং ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামাও কোটিপতি

ABOUT THE AUTHOR

...view details