পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তীব্র দহনে প্রচারে গানের সুরে স্বস্তির খোঁজ, প্যারোডিই হাতিয়ার জুন-অগ্নিমিত্রার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Agnimitra vs June: গ্রীষ্মের চোখরাঙানি যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে ভোটের উত্তাপে ৷ সেই আবহেই প্যারোডির সুরে ঠান্ডা বাতাসের সন্ধান দিলেন মেদিনীপুরের যুযুধান দুই প্রার্থী অগ্নিমিত্রা পাল ও জুন মালিয়া ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 3:49 PM IST

Updated : May 1, 2024, 4:55 PM IST

প্রচারে প্যারোডি হাতিয়ার জুন-অগ্নিমিত্রার

খড়গপুর, 30 এপ্রিল:চাঁদিফাটারোদ্দুর ৷ বাংলায়তাপমাত্রা সব রেকর্ডকে ছাপিয়ে যেন হাফ সেঞ্চুরি করার জন্য উঠেপড়ে লেগেছে ৷ কোথাও 45 তো কোথাও 47 ডিগ্রির আঁচে ঝলসেই চলছে ভোটের প্রচার ৷ গনগনে সূর্যের তাপের থেকেও ছাপিয়ে যাচ্ছে কথার গরম ৷ এমনই আবহে শব্দের উত্তাপের ঝাঁজ কমিয়ে প্যারোডির সুরে ঠান্ডা বাতাস বয়ে আনলেন মেদিনীপুরের যুযুধান দুই প্রার্থী ৷

খালি গলায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নচিকেতার জনপ্রিয় গানের প্যারোডি নিজে গেয়ে শোনালেন ৷ গানের সুরেই তাঁকে পালটা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তিনি হাতিয়ার করেছেন বলিউডের একটি গানকে ৷ দুই প্রার্থীর গান বেশ ভালোই উপভোগ করেছে জনতা ৷

তৃতীয় দফার ভোটের প্রস্তুতি চলছে রাজ্যজুড়ে । তবে পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট রয়েছে ষষ্ঠ দফায় । যদিও ইতিমধ্যে মনোনয়ন পর্ব শুরু হয়েছে মেদিনীপুর জেলাজুড়ে । একদিকে ভোটের উত্তাপ আর অন্যদিকে তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ । তারই মধ্যে মানুষকে স্বস্তি দিতে চলছে গানের সুরে প্রচার ৷

মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া খড়গপুরে প্রচারে গিয়ে মোদিকে নিশানা করে গোবিন্দার 'সাজন চলে শ্বশুরাল'-এর প্যারোডি গেয়েছেন ৷ তিনি গাইলেন, "মোদিজি, তুম তো ধোঁকেবাজ হো, ওয়াদা করকে ভুল যাতে হো"। এই গান রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ৷

অপরদিকে, বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে নচিকেতার গানের প্যারোডি করেছেন ৷ 'নীলাঞ্জনা' গানটির প্যারোডিতে তিনি গেয়েছেন, "হাওয়াই চটি সাদা শাড়ি দেওয়ালে নীল সাদা রং, এই সাজ দেখিয়ে করেছো কত সততার ঢং, অনুদান পেয়ে লুট টাকা ভাইপোর ঘরে, পেয়াদারা করে জমি বাড়ি সবই হজম"।

উল্লেখ্য, মেদিনীপুর লোকসভার ভোট আগামী 25 মে । সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী 2 মে মনোনয়ন জমা করবেন তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । এরপর 3 তারিখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুর লোকসভা এবং ঘাটাল লোকসভার দুই প্রার্থী অগ্নিমিত্রা পাল ও হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে মনোনয়ন জমা দেবেন । অন্যদিকে, বামেরা 3 মে মনোনয়ন জমা দেবেন মেদিনীপুরে । তবে সূত্রের খবর, মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া 6 মে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে ।

আরও পড়ুন:

  1. বৈমাত্রেয়সুলভ আচরণ! লাভলি-শ্রীরূপার প্রসঙ্গ টেনে কমিশনকে তোপ মমতার
  2. উত্তরপ্রদেশে রামনবমীতে হিংসা ছড়ালে উলটো করে ঝুলিয়ে এমন হাল করতাম..., হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের
  3. বালুরঘাটে পুরুষ ভোটারদের তুলনায় ভোটদানে এগিয়ে মহিলারা
Last Updated : May 1, 2024, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details