পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

সাদা চাদরে মুখ ঢাকল হিমাচল থেকে কাশ্মীর, দেখুন তুষারপাতের নৈসর্গিক অ্যালবাম - বরফ

রোজনামচা থেকে খানিক সময় বের করে পাহাড়ের কোলে হারিয়ে যেতে প্রস্তুত সকলেই। আর পাহাড়ে রওনা হওয়ার আগেই এল সুখবর। বরফের চাদরে ঢেকেছে সিমলা টু কাশ্মীর ৷ চারধারে তুষারচূড়ার মধ্যে মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন এই তুষারপাত চলবে। ছবিতে দেখে নিন প্রকৃতির এই সৌন্দর্য...

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 12:17 PM IST

বরফে ঢাকল ভূস্বর্গ। কাশ্মীর উপত্যকার একাধিক রাস্তায় তুষারপাত। সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পতন।
পর্যটকদের দুই পছন্দের ডেস্টিনেশন গুলমার্গ এবং সোনমার্গেও তুষারপাত হয়েছে। রাস্তায় হাঁটতে গিয়ে বরফে পা ঢুকে যাওয়ার জোগাড়।
বুধবার সকালে তো শ্বেতশুভ্র চাদরে মুখ ঢেকেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগও ৷ সেইসঙ্গে তাপমাত্রা হিমাঙ্কের নীচে ৷
কাশ্মীরের পাশাপাশি জম্মুর পাহাড়ি এলাকাগুলিতেও বৃহস্পতিবার থেকে কোথাও হালকা, কোথাও ভারী তুষারপাত শুরু হয়েছে।
বুধবার সকাল থেকেই বরফে ঢাকা পড়েছে হিমাচলের সিমলা, কুরফি, খারাপাথার-সহ বিভিন্ন এলাকা ৷ শহরজুড়ে শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে।
বাঙালির অতি প্রিয় ডেস্টিনেশনের তালিকায় রয়েছে সিমলা-কুলু-মানালি-লাদাখ এবং অবশ্যই জম্মু-কাশ্মীর ৷
তবে এই তুষাপরাতে তুষারপাতে এখন স্বভাবতই খুশি পর্যটকরা ৷
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আর সেই পূর্বাভাসই মিলল ৷
চারধারে তুষারচূড়ার মধ্যে মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য। সেই সৌন্দর্য মন কেড়ে নেবে সকলেরই।
তুষারপাত শুরু হওয়ায় খুশি হোটেল ব্যবসায়ী মহলেও। তারা আশা করছে, তুষারপাতের টানে পর্যটকদের ঢল নামবে ৷

ABOUT THE AUTHOR

...view details