পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

বিশ্বসেরা রোহিতদের বিজয়োল্লাস, চলল ভাঙরা নাচ-কান্না-উচ্ছ্বাস; একঝলকে দেখুন ছবিতে - T20 World Cup 2024 Final

ঘড়ির কাঁটায় রাত 11টা 33 ৷ শনিবার বার্বাডোজের মাঠে তখন হার্দিক পান্ডিয়ার শেষ বলে এক রান নিল দক্ষিণ আফ্রিকা ৷ আর তারপরই লাগামহীন উচ্ছ্বাসে ফেটে পড়ল ‘রোহিত ব্রিগেড’ ৷ ভারতীয় দলের উচ্ছ্বাস দেখতে তখন সবাই মত্ত ৷ টিম ইন্ডিয়ার সদস্যদের বিশ্বকাপ ট্রফি হাতের বিজয়োল্লাস দেখুন একঝলকে... (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 1:53 PM IST

শনিবার রাতে ফিরেছে 2011 সালের স্মৃতি। 13 বছর ফের কোনও আইসিসি ট্রফি পেল ‘রোহিত অ্যান্ড কোং‘ ৷ (ইটিভি ভারত)
সেই মুহূর্ত যখন ভারত অধিনায়ক নিজেকে সেরা নেতা প্রমাণ দিয়ে টি-20 বিশ্বকাপ ট্রফি নিতে ব্যস্ত ৷ (ইটিভি ভারত)
সাত মাস আগে 19 নভেম্বর 140 কোটি মানুষের হৃদয় ভেঙে গিয়েছিল, সেটা ফের জুড়ল। (ইটিভি ভারত)
আমেদাবাদের শাপমুক্তি হল কিংস্টন ওভালে ৷ ম্যাচ শেষ হওয়ার পর কেঁদে ফেললেন ভারতীয় দলের সদস্যরা ৷ (ইটিভি ভারত)
বিরাট-রোহিত থেকে হার্দিক চোখ থেকে গাল বেয়ে নেমে এল আনন্দাশ্রু ৷ (ইটিভি ভারত)
দ্রাবিড়ীয় সভ্যতা শেষ হওয়ার আগে গুরুদক্ষিণা পেলেন রোহিতদের হেডস্যর ৷ (ইটিভি ভারত)
ফাইনালে নর্ৎজের ব্যাট থেকে বল বেরিয়ে যেতেই হাঁটু মুড়ে বসে পড়েছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ (ইটিভি ভারত)
2024 সালের বিশ্বকাপটা শাপমোচনের বিশ্বকাপ। বিশ্বকাপ জিতে বাঁধনহারা উচ্ছ্বাসে ফেটে পড়ল ভারত ৷ (ইটিভি ভারত)
বিশ্বসেরা হওয়ার আনন্দে মাঠের এক কোণে আর্শদীপ সিং ও কিং কোহলির 'তারারারা...'গানে চলল ভাঙরা নাচ ৷ (ইটিভি ভারত)
বার্বাডোজে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-20 ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। (ইটিভি ভারত)
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফাইনালের সেরা কোহলি, টুর্নামেন্টে বুমরা ৷ হৃদয়ে রইল হার্দিক আর সাফল্যের অক্ষর টিম ইন্ডিয়ার ৷ (ইটিভি ভারত)
এদিন অবসর ঘোষণা করেন বিরাট ৷ তারপরই রোহিত জানিয়ে দেন এটি তাঁরও শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ ৷ (ইটিভি ভারত)

ABOUT THE AUTHOR

...view details