গোয়াতে কাছের পরিবার-পরিজনদের সাক্ষী রেখে বিয়ে রাকুল-জ্যাকির. সিন্ধি মতে বিয়ে হয়েছে তাঁদের ৷. বিশেষ দিনে রাকুলের লেহেঙ্গা ছিল বেশ নজরকাড়া ৷ প্যাস্টেল পিঙ্ক রঙের পোশাকে ছিল মুক্ত ও পাথরের কাজ ৷. জ্যাকির পরনে ছিল চিকনকারি করা শেরওয়ানি ৷ বর-কনের দুজনের পোশাক ডিজাইন করেছেন তরুণ তাহিলানি ৷. বন্ধুর বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেদনেকর ৷. অন্যদিকে. রাকুলের বিয়ে স্যান্ডে গেঞ্জিতে টাইগারের উপস্থিতি নিয়ে হয়েছে জোর আলোচনা ৷. এরপর মুম্বইয়ে নবদম্পতি গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন ৷. নতুন পথ চলাকে ঘিরে আপ্লুত অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷