পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

পুণ্যস্নান থেকে ভাণ্ডারায় খাবার পরিবেশন, ছবিতে বন্দি মহাকুম্ভের মুহূর্ত - MAHA KUMBH 2025

মহাকুম্ভে দুর্ঘটনা কয়েকমুহূর্তের জন্য ছন্দপতন ঘটালেও তা দীর্ঘস্থায়ী হয়নি ৷ বিশ্বাসে ভর দিয়েই প্রতিদিন সঙ্গম স্নানে ভিড় জমাচ্ছেন দেশী থেকে বিদেশি, ভিআইপি থেকে সাধারণ মানুষ ৷ লক্ষ লক্ষ মানুষের গন্তব্য হয়ে উঠেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ ৷ (সংবাদ সংস্থা পিটিআই)

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 6:55 PM IST

মহাকুম্ভের 26তম দিন অর্থাৎ 7 ফেব্রুয়ারিতেও প্রয়াগরাজে উপচে পড়ল ভিড় ৷ এদিন প্রায় 42 লক্ষ পুণ্যার্থী স্নান করেছেন বলে খবর ৷ (সংবাদ সংস্থা পিটিআই)
13 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় 40 কোটিরও বেশি মানুষ মহাকুম্ভের সঙ্গমে স্নান করেছেন ৷ এখনও মহাকুম্ভের 19 দিন বাকি ৷ (সংবাদ সংস্থা পিটিআই)
প্রশাসনের ধারণা, কমপক্ষে 10 কোটি পুণ্যার্থী সঙ্গমে স্নান করবেন ৷ অনুমান ঠিক হলে মোট পুণ্য়ার্থীর সংখ্যা 50 কোটি ছাড়িয়ে যাবে ৷ (সংবাদ সংস্থা পিটিআই)
মেলা চত্বরে রুদ্রাক্ষ বাবা ! মাথায় তাঁর নটরাজ ও সূর্যদেব ৷ (সংবাদ সংস্থা পিটিআই)
পদপিষ্টের ঘটনার পর থেকে আরও কড়া হয়েছে মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা ৷ (সংবাদ সংস্থা পিটিআই)
10 ফেব্রুয়ারি মহাকুম্ভে পুণ্যস্নানে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ (সংবাদ সংস্থা পিটিআই)
মহাকুম্ভ মেলা চত্বরে 24 ঘণ্টা চলছে ভাণ্ডারা ৷ বিভিন্ন আখড়া থেকে খাবার পরিবেশন করা হচ্ছে পুণ্যার্থীদের ৷ (সংবাদ সংস্থা পিটিআই)
পুণ্যলাভের আশা ! তাতেই 26 দিন পরেও প্রবল ভিড় মহাকুম্ভে ৷ (সংবাদ সংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details