পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

দিদি নম্বর ওয়ানের মঞ্চে মুখ্যমন্ত্রী, ছবিতে দেখুন রচনার সঙ্গে খেলায় মাতলেন মমতা - Mamata Didi number one

যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন ৷ তবে যিনি প্রশাসন চালান, তিনি কী রুটি বেলতে পারেন? যিনি ভাঙা পায়ে ফুটবল খেলেন, তিনি মঞ্চে মজাদার খেলায় কতটা পারদর্শী, প্রমাণ দেবে দিদি নম্বর ওয়ান ৷ জনপ্রিয় রিয়েলিটি শোয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দর্শক পেতে চলেছেন 3 মার্চ, ঠিক রাত আটটায় ৷

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 2:14 PM IST

রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় শো দিদি নম্বর 1৷
আর পাঁচটা শোয়ের থেকে এই শো একদম আলাদা ৷ নারী শক্তি ও তাঁদের উত্থানের কাহিনী বলেন দিদিরা ৷
সেই মঞ্চে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
প্রথমবার কোনও রিয়েলিটি শোয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ৷
বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্ল্যাসিক্যাল ড্যান্সার ডোনা গঙ্গোপাধ্যায়ও ৷
উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরী ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ৷
শক্তহাতে যিনি প্রশাসন চালাচ্ছেন, তিনি দক্ষ ঘরের কাজেও ৷
মজাদার খেলায় অংশগ্রহণ করেন সৌরভপত্নী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ৷
মাননীয়া মুখ্যমন্ত্রীর সামনে বিশেষ নৃত্য প্রদর্শন ডোনার ৷
এরপর উপস্থিত দর্শকদের মনোরঞ্জনের জন্য কবিতাও পড়ে শোনান মুখ্যমন্ত্রী ৷
গানে গানে অনুষ্ঠান মাতান অদিতি মুন্সী-সহ আর অনেকে ৷
ছিলেন মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন ও রূপঙ্কর বাগচী ৷
খেলার সঙ্গে সঙ্গে ধামসা-মাদলে কেরামতি দেখান বাংলার 'দিদি' ৷
বিশেষ এই অনুষ্ঠান দর্শকরা দেখতে পাবেন আগামী 3 মার্চ, রাত আটটায় ৷

ABOUT THE AUTHOR

...view details