রথের দিনে পুরনো চেহারায় ধরা দিল পুরী। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়।. জগন্নাথদেব একমাত্র আজকের বিশেষ দিনে মন্দির ছেড়ে পথে নেমে আসেন ভক্তদের মাঝে।. রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন।. জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ. বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ।. চারিদিকে মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি।. রথে চেপেই জগন্নাথ. বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ির গুণ্ডিচায় যাবেন।. এবারের রথযাত্রায় সামিল হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।. শাস্ত্রীয় রীতি অনুয়ায়ী. স্নান যাত্রার পরদিন প্রভু জগন্নাথ. বলরাম ও শুভদ্রার জ্বর আসে।. তাঁদের আলাদা ঘরে রাখা হয়। জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহের রূপটানের অনুষ্ঠান আয়োজিত হয়।. এই বছর প্রথম নবযৌবন বেশ. নেত্র উৎসব. রথযাত্রা সব একদিনে হচ্ছে।. রথযাত্রার আগের দিন জগন্নাথদেব. বলরাম এবং সুভদ্রার রথকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হয় ৷. সুন্দর ও পরিপাটি করে সাজানো হয় মন্দির চত্বর থেকে রথ ৷ যা দেখতে ভিড় জমান অগণিত পুণ্যার্থীরা