পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

পুরীতে উপচে পড়ছে ভিড়, চারিদিকে ধ্বনিত হচ্ছে জয় জগন্নাথ! দেখুন ছবিতে - Rath Yatra 2024 - RATH YATRA 2024

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয়। এই রথযাত্রা শেষ হয় দশমী তিথিতে। ভগবান জগন্নাথ, ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত । বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে প্রতি বছর মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ ৷ একঝলকে দেখে নিন সেই মুহূর্ত ৷ (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 3:22 PM IST

রথের দিনে পুরনো চেহারায় ধরা দিল পুরী। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
জগন্নাথদেব একমাত্র আজকের বিশেষ দিনে মন্দির ছেড়ে পথে নেমে আসেন ভক্তদের মাঝে। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
চারিদিকে মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
রথে চেপেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ির গুণ্ডিচায় যাবেন। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
এবারের রথযাত্রায় সামিল হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
শাস্ত্রীয় রীতি অনুয়ায়ী, স্নান যাত্রার পরদিন প্রভু জগন্নাথ, বলরাম ও শুভদ্রার জ্বর আসে। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
তাঁদের আলাদা ঘরে রাখা হয়। জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহের রূপটানের অনুষ্ঠান আয়োজিত হয়। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
এই বছর প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
রথযাত্রার আগের দিন জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার রথকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হয় ৷ (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)
সুন্দর ও পরিপাটি করে সাজানো হয় মন্দির চত্বর থেকে রথ ৷ যা দেখতে ভিড় জমান অগণিত পুণ্যার্থীরা (শ্রী জগন্নাথ মন্দির অফিস, পুরী এক্স)

ABOUT THE AUTHOR

...view details