হায়দরাবাদ, 25 মার্চ: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আপাতত সাতদিনের ইডি হেফাজতে ৷ জামিনের আবেদন নিম্ন আদালতে খারিজ হওয়ার পরই দল সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েছেন দিল্লির মুখ্যমনত্রী ৷ তবে এতকিছুর পরেও আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ ছাড়েননি ৷ আর সেখান থেকেই শুরু হয়েছে বিতর্ক ৷ বিরোধী শিবিরের তরফ থেকেই ইতিমধ্যেই অরবিন্দের পদত্যাগের দাবি তোলা হয়েছে ৷
অন্যদিকে আম আদমি দলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল ৷ এমনকী দিল্লি বিধানসভার স্পিকারও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাবেন কেজরিওয়াল ৷ এই ঘটনরা পরেই সরব হয়েছে বিরোধী শিবির ভারতীয় জনতা পার্টি ৷ দলের নেতারা ইতিমধ্যেই ব্যঙ্গ করতে শুরু করেছেন ৷ তাঁদের বক্তব্য, জেল থেকে গ্যাংস্টারটা তাদের সাম্রাজ্য চালানোর জন্য পরিচিত হলেও কোনও সাংবিধানকি প্রধান এই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন না ৷
এরপরেই বিরোধী শিবির জয়ললিতা, লালু প্রসাদ যাদব, উমা ভারতী, বিএস ইয়েদুরাপ্পা এবং সাম্প্রতিক সময়ে হেমন্ত সোরেনের মামলার উদাহরণ টেনে আনেন ৷ তাদের মতে, এই সকল সাংবিধানিক প্রধানের প্রত্যেকেই সংশোধনাগারে যাওয়ার আগে তাঁদের উত্তরাধিকারীদের হাতে দায়িত্ব তুলে দিয়ে পদত্যাগ করেছেন ৷ এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীর ইডি হেফাজতে থাকার পরও সেখান থেকে সরকার চালানোর কথা বলা হয়েছে ৷
এর আগে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একাধিক রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, সাংবিধানিক নৈতিকতা, সুশাসন এবং সাংবিধানিক আস্থা জনপদে অধিষ্ঠিত হওয়ার মৌলিক নিয়ম। অন্যদিকে, মাদ্রাজ হাইকোর্টে এস রামচন্দ্রন বনাম ভি সেন্থিল বালাজির এজলাসে সাম্প্রতিক রায়ের পর্যবেক্ষণে জানানো হয়েছে , একজন মন্ত্রী যিনি জনগণের দরবারে অধিষ্ঠিত হবেন, তাঁকে অবশ্যই স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে হবে ৷ তিনি কোনও ভাবেই কোনও রকম আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারেন না ৷
যুক্তিগুলি মনোজ নেরুলা বনাম ভারতের ইউনিয়নে সুপ্রিম কোর্টের 2014 সালের সাংবিধানিক বেঞ্চের রায়কে নির্দেশ করে ৷ যেখানে বলা হয়েছিল যে, সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার মৌলিক নিয়মগুলি হল সাংবিধানিক নৈতিকতা যা আইনের শাসনের বিপরীতে কাজ এড়ানোর ভাল। শাসন যা বৃহত্তর জনস্বার্থে ভাল কাজ করার লক্ষ্য এবং সাংবিধানিক আস্থা, যা সরকারি অফিসের সঙ্গে সংযুক্ত উচ্চস্তরের নৈতিকতাকে সমুন্নত রাখা। হাইকোর্ট সম্মত হয়েছে যে নাগরিকরা আশা করে যে ক্ষমতায় থাকা ব্যক্তিদের উচ্চ নৈতিক আচরণের মান থাকতে হবে।