বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স-কে গ্লোবাল পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে ৷ এর ফলে দু’বছরের ব্যবধানে দু’বার সারা বিশ্বে বিপদের ঘণ্টা বেজে উঠছে । প্রতিবেশী পাকিস্তানেও এমপক্সে আক্রান্ত চারজনের হদিশ পাওয়া গিয়েছে ৷ ফলে ভারতেও সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ উদ্বেগের সবচেয়ে বড় কারণ ভারতের বিশাল জনসংখ্যার বেশিরভাগেরই এর রোগের সঙ্গে লড়াইয়ের প্রতিরোধ ক্ষমতা নেই । ভারত সরকার সংক্রমণ ঠেকাতে উচ্চ নজরদারি ব্যবস্থা শুরু করেছে এবং যেকোনও প্রভাবিত দেশ থেকে ভারতীয় বিমানবন্দর ও সমুদ্রবন্দরে প্রবেশকারী যাত্রীদের স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে ।
আমরা যখন আমাদের জনস্বাস্থ্য রক্ষার প্রস্তুতি নিচ্ছি, তখনও জনসাধারণের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে, যার ব্যাখ্যা প্রয়োজন । এই ভাইরাসের সঠিক নাম কী - এমপক্স নাকি মাঙ্কিপক্স ? চিকেন পক্স বা স্মল পক্স থেকে এটি কীভাবে আলাদা ? ভাইরাসের উৎপত্তি কোথায় ? কীভাবে মানুষ সংক্রমিত হয় পশুর থেকে ? কীভাবে এটি মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ? ভারতে প্রাদুর্ভাব দেখা দিলে বা আক্রান্ত দেশে ভ্রমণের সময় নিজেকে রক্ষা করার জন্য কী কী ব্যক্তিগত সতর্কতা অবলম্বন করা উচিত ? রোগ থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন আছে কি ? রোগের চিকিৎসার জন্য কী ওষুধ পাওয়া যায় ?
মাঙ্কিপক্স নামটি ব্যবহার করা ভুল । এই নামটি মূলত দেওয়া হয়েছিল কারণ একটি জার্মান পরীক্ষাগার প্রথম সিঙ্গাপুর থেকে আমদানি করা বাঁদরের মধ্যে ভাইরাস সনাক্ত করেছিল । যাইহোক, ভাইরাসটি বেশিরভাগ ইঁদুর ও কাঠবিড়ালি থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে । বাঁদরের সঙ্গে মানুষের সংক্রমণ হয় এই বিভ্রান্তি দূর করতেই বিশ্ব স্বাস্থ্য় সংস্থা এর নাম পরিবর্তন করে এমপক্স করেছে ৷
এই রোগটি মূলত 1970 সালে কঙ্গোর মানুষের মধ্যে পাওয়া যাওয়ার উল্লেখ রয়েছে এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আগে 2022 সাল পর্যন্ত বেশিরভাগই সেখানে সীমাবদ্ধ ছিল ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম 2022 সালের জুলাইয়ে এটাকে পাবলিক হেলথ ইমার্জেন্সি বলে ঘোষণা করেছিল ৷ কিন্তু 2023 সালের মে মাসে যখন আফ্রিকাতে নতুন সংক্রামিত ব্যক্তির সংখ্যা হ্রাস পেয়েছিল, তখন তা প্রত্যাহার করে নেওয়া হয় । যাইহোক, আফ্রিকা জুড়ে ও অন্যান্য মহাদেশের দেশগুলিতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়া ও ভাইরাসের একটি নতুন স্ট্রেন পাওয়া যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সকে গত 14 অগস্ট পাবলিক হেলথ ইমার্জেন্সি বলে ফের ঘোষণা করেছে ৷
এমপক্স, চিকেন পক্স এবং স্মলপক্সের মতো অর্থোপক্স ভাইরাসের একই পরিবারের অন্তর্গত । যদিও 1980 সালের মধ্যে বিশ্বব্যাপী স্মলপক্স নির্মূল করা হয়েছিল ৷ চিকেনপক্স এখনও মানুষকে, বিশেষ করে শিশুদের সংক্রামিত করতে পারে ৷ এমপক্সে হাতের তালু ও পায়ের তলায় ত্বকের ক্ষত তৈরি হয় ৷ যা চিকেন পক্সের ক্ষেত্রে হয় না ৷ মুখ ও মলদ্বারের শ্লেষ্মা ঝিল্লির পাশাপাশি যৌনাঙ্গ প্রভাবিত হতে পারে ৷ ফোলা ও বেদনাদায়ক লিম্ফ নোডগুলি এক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য । রোগীদের জ্বর, পেশীতে ব্যাথা ও ত্বকের ক্ষত তৈরি হয়, যা বিভিন্ন পর্যায়ে বাড়তে থাকে ৷ এটা ততক্ষণ হয়, যতক্ষণ না শুকনো স্ক্যাব হিসাবে তা ছড়িয়ে পড়ে যা অন্যদের সংক্রামিত করে । সংক্রমণ সাধারণত সংক্রামিত ব্যক্তির সঙ্গে শারীরিক যোগাযোগ, স্পর্শ বা যৌন কার্যকলাপের মাধ্যমে হয় । থুতুর ফোঁটা থেকেও সংক্রামিত হতে পারে, যদি একজন ব্যক্তি সংক্রামিত ব্যক্তির কাছাকাছি দাঁড়িয়ে থাকেন ।
সাধারণত সকলেই সেরে ওঠেন ৷ তবে অসুস্থতার তীব্রতা ও মৃত্যুর হার ভাইরাসের দু’টি স্ট্রেনের মধ্যে আলাদা । স্মলপক্সের টিকা দেওয়া থাকলে সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে ৷ কিন্তু 1978 সালের পরে জন্ম নেওয়া ভারতীয়রা এই সুরক্ষা পাবেন না ৷ কারণ, ওই বছরই এদেশে স্মলপক্সের টিকা দেওয়া বন্ধ হয়ে যায় ৷ বয়স্ক ব্যক্তি, অপুষ্টিতে ভুগছে শিশু, গর্ভবতী মহিলা এবং কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের গুরুতর রোগ ও জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি ।