শীতের আগমন হয়েছে কয়েকদিন আগেই ৷ অথচ কাজের চাপে, সময়ের অভাবে ঘুরতে যেতে পারছেন না ? তবে এই মরশুমে দু এক দিনের ছুটিতে কাছে কোথাও ঘুরে যাওয়াই যায় ৷ তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন, আজই । কলকাতা থেকে 3 থেকে 4 ঘণ্টার দূরত্বে যেতে পারেন কবিগুরুর শান্তিনিকেতনে ৷
শান্তিনিকেতন মানেই শান্তি জায়গা ৷ এই জায়গাটিও তার নাম অনুসারে জায়গা করে নিয়েছে ৷ চারপাশে সবুজে ঘেরা শান্ত পরিবেশ এবং সমৃদ্ধি মিলে শান্তিনিকেতন ভ্রমণ মনের শান্তিকে সমৃদ্ধি করে তোলে ৷ এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের কাছে একটি ছোট শহর ৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এখানে । এখানে গেলে কোন কোন জায়গা দেখবেন ?
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ৷ এখানে অনেক সুন্দর ভবন রয়েছে ৷ যার মধ্যে রয়েছে ঠাকুরের বাড়ি, আম্র কুঞ্জ, উত্তরায়ণ কমপ্লেক্স, বাংলাদেশ ভবন, সঙ্গীত ভবন ।
ছাতিম তলা:এটি শান্তিনিকেতনের একটি জনপ্রিয় স্থান যেখানে ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন । তিনি ধ্যান এবং আত্মদর্শনের একজন প্রবক্তা ছিলেন । এই জায়গা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে একটা আবেগের ৷ এখান থেকে পাশ করার পর ছাতিমতলায় পাওয়া সপ্তপর্ণী গাছের একটি শাখা দেওয়া হয় । এটি একটি অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা ৷ বর্তমানে 7 পৌষ সকাল 7.30 টায় এখানে উপাসনা হয় ।