পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

ঠান্ডার মরশুমে বিয়ে সারছেন ? কম বাজেটে মধুচন্দ্রিমার স্মৃতিকে করুন আরও মধুময় - LOW BUDGET HONEYMOON

শীতকালেও এখানে তুষার পড়ে, যা মধুচন্দ্রিমায় এক অন্যরকম রোমান্টিক অনুভূতি দেয় । এখন শীতকাল ৷ এইসময় নৈনিতাল নবদম্পতিদের জন্য সেরা জায়গা হতে পারে ৷

honeymoon in nainital
হানিমুনের সেরা জায়গা হতে পারে নৈনিতাল (Freepik)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 25, 2024, 12:28 PM IST

Updated : Nov 25, 2024, 1:20 PM IST

বিয়ের সিজন শুরু হয়েছে ৷ আর এইসময় অনেক বিয়ের ডেট রয়েছে ৷ অনেক নবদম্পতি বিয়ের পরপরই হানিমুন যান ৷ হানিমুনে যাওয়া যেকোনও দম্পতিদের জন্য একটা বিশেষ সময় কাটানোর মূহুর্ত ৷ আপনি যদি কম বাজেটে হানিমুনের জন্য ভালো জায়গা খুঁজছেন, তাহলে নৈনিতালের চেয়ে ভালো জায়গা আর নেই । এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনার সঙ্গীর প্রতি ভালোবাসায় ভরিয়ে দেবে । এখানে আছে পাহাড়, রোমান্টিক আবহাওয়া ৷ সঙ্গীর সঙ্গে বোটিং আর হাত ধরে লেকের পাড় ধরে মল রোডে হাঁটা । নৈনিতালে আপনার সঙ্গীর সঙ্গে এভাবেই কাটবে আপনার হানিমুন ।

উত্তরাখণ্ডে অবস্থিত নৈনিতাল নবদম্পতিদের জন্য একটি সুন্দর কম বাজেটের জায়গা হতে পারে ৷ নৈনিতাল হ্রদের শহর । এখন শীত পড়ে গিয়েছে । নৈনিতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানকার লেক, যাকে বলা হয় নৈনি লেক । এই লেকে পর্যটকরা বোটিং করে । এখানে কোনও দম্পতি বোটিং করার কথা স্মৃতিতে রাখেন ।

এছাড়াও রোপওয়ে রাইডও বিপুল সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে । ক্যাবল কারের সাহায্যে আপনি উচ্চতা থেকে নৈনি লেকের অপূর্ব দৃশ্য দেখতে পারেন ।

মধুচন্দ্রিমা করুন এই জায়গায় (Freepik)

আপনি যদি অ্যাডভেঞ্চারের পাগল হয়ে থাকেন, তবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে এয়ার সাইক্লিং, ওয়াটার জল্টিং, প্যারাগ্লাইডিং এবং ট্রেকিং উপভোগ করতে পারেন ।

শুধু তাই নয় সন্ধ্যার সময় সঙ্গীর সঙ্গে লেকের ধারে মল রোডে একে অপরের হাত ধরে হাঁটতে পারেন । যা আপনার মধুচন্দ্রিমাকে স্মৃতিময় করে রাখবে ৷

এছাড়াও এখানে আপনি নয়না দেবী মন্দির, সিং সভা গুরুদুয়ারা, ইকো কেভ গার্ডেন, চিড়িয়াখানা, স্নোভিউ পয়েন্ট, হিমালয় দর্শন, হিমালয় বোটানিক্যাল গার্ডেন দেখতে পারেন ।

নৈনিতালের কাছাকাছি আরও অনেক জায়গা আছে যেমন- ভীমতাল, নৌকুচিতাল, সারিয়াতাল, মুক্তেশ্বর, কাইঞ্চি ধাম, কৌসানি, যেখানে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সাইড সিন উপভোগ করতে পারবেন ।

ঠান্ডার মরশুমে মধুচন্দ্রিমা (Freepik)

বিশেষ বিষয় হল আপনি যদি নৈনিতাল শহরের সুন্দর জায়গাগুলিতে বেড়াতে যান, তাহলে চার থেকে পাঁচ হাজার টাকায় আপনি সহজেই হোটেলে থাকা, খাবার এবং পরিবহনের সুবিধা উপভোগ করতে পারবেন ।

Last Updated : Nov 25, 2024, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details