পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

'কংক্রিটের শহরে সবুজের আহ্ববান' থিমে প্রথমবার দুর্গাপুজোর কার্নিভালে লালাবাগান নবাঙ্কুর

65 বছরের দুর্গাপুজো লালাবাগান নবাঙ্কুরের ৷ প্রথমবার উদ্যোক্তাদের দেখা যাবে কলকাতার দুর্গাপুজো কার্নিভালে ৷ থিমে ছিল বৃক্ষণরোপণ ও সবুজ বাঁচানোর বার্তা ৷

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

DURGA PUJA CARNIVAL 2024
প্রথমবার দুর্গাপুজোর কার্নিভালে লালাবাগান নবাঙ্কুর (নিজস্ব চিত্র)

কলকাতা, 14 অক্টোবর: কংক্রিটের শহরে সবুজের আহ্বান ৷ সবুজ বাঁচানোর বার্তা দিয়েছে উত্তর কলকাতার লালাবাগান নবাঙ্কুরের পুজো ৷ বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ রোধ করতে শুধু গাছ লাগানো নয়, গাছ বাঁচানোর বার্তা দিয়ে মণ্ডপ ও প্রতিমা গড়েছে লালাবাগান নবাঙ্কুর ৷ এই পুজো প্রথমবার কলকাতার দুর্গাপুজোর কার্নিভালে অংশগ্রহণ করছে ৷

শিল্পী প্রশান্ত পালের ভাবনায় আট হাজার ঘরোয়া গাছ দিয়ে তৈরি করা হয়েছিল মণ্ডপ ও প্রতিমা ৷ যে কারণে কম বাজেটের লালাবাগান নবাঙ্কুরের পুজো এবছর পঁয়ত্রিশের বেশি পুরস্কার ছিনিয়ে নিয়েছে ৷ উল্লেখ্য, এবার 65 বছরে পদার্পণ করেছে লালাবাগান নবাঙ্কুরের পুজো ৷

লালাবাগান নবাঙ্কুরের প্রতিমাতেও সবুজ রক্ষার বার্তা ৷ (নিজস্ব চিত্র)

গত 6 অক্টোবর সবুজ অভিযানের জন্য পদ্মশ্রী সম্মান প্রাপ্ত দুখু মাঝির হাত দিয়ে এই পুজোর উদ্বোধন হয় ৷ আলো আঁধারির মাঝে উত্তর কলকাতার এই ছোট্ট পুজোতে কাতারে-কাতারে দর্শনার্থী ভিড় করেছিলেন ৷ কারণ, সবুজের আহ্বানে চোখ জুড়িয়ে যাওয়া ও গাছের পাতা দিয়ে সাজানো সবুজ প্রতিমা দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষের ৷ অন্যান্য বড় পুজোর তুলনায় 20 লাখ টাকার বাজেটে সাফল্য পেয়ে খুশি ক্লাব কর্তারাও ৷

লালাবাগান নবাঙ্কুরের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও কার্তিক ছাড়াও দু’টি অসুর রাখা হয়েছে ৷ দু’টি অসুর দেবী দুর্গার পায়ের দু’পাশে অবস্থান করছে ৷ এই দু’টি প্রতীকী অসুর ৷ একজন বিশ্ব উষ্ণায়ন ও দ্বিতীয়জন দূষণের প্রতীক ৷ এই দুই অসুরকে বধ করতেই তিরিশ রকমের ঘরোয়া গাছ দিয়ে সবুজ পৃথিবী গড়ার বার্তা দেওয়া হয়েছে ৷ সুপারি, নারকেল, মানিপ্লান্ট, বাঁশ, কী নেই গাছের তালিকায় ৷

ক্লাবের কর্মকর্তা অভিজিৎ বসাক বলেন, "সবাই বলে গাছ লাগান, প্রাণ বাঁচান ৷ আমার কিন্তু, তা বলছি না ৷ বরং, আমরা বলছি শুধু গাছ লাগালে হবে না, গাছকে সন্তানের মতো লালনপালন করতে হবে ৷ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন রুখতে এটাই একমাত্র উপায় ৷"

ঘরোয়া গাছ লাগানোর বিষয়ে অভিজিৎ বসাক বলেন, "রাতের বেলা গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে ৷ ঠিক তেমনি, শহর কলকাতায় গাছ লাগানোর জায়গার অভাব রয়েছে ৷ তাই, আমরা ঘরোয়া গাছ বেছে নিয়েছি ৷ কেউ আর বলতে পারবে না, যে জায়গা কোথায় গাছ লাগব ?

শুধু গাছ লাগানো বা সন্তান স্নেহে লালনপালনের বার্তা নয় ৷ লালাবাগান নবাঙ্কুরের সদস্যরাও এই 8 হাজার গাছ প্রতিপালন করেছেন ৷ ক্লাব কর্তারা জানান, 6 মাস আগে নার্সারিতে 8-10 হাজার গাছের অর্ডার দেওয়া হয় ৷ 3 মাস ক্লাবের কর্মশালাতে রাখা ছিল সেগুলি ৷ আর শেষের দু'মাস মণ্ডপে রয়েছে ৷ পুজোর পর এই বিপুল সংখ্যক গাছ কোথায় যাবে ? অভিজিতের বক্তব্য, "চিন্তা নেই ৷ একটা গাছও ফেলা যাবে না ৷ ইতিমধ্যে, রাজ্য পরিবেশ দফতর যোগাযোগ করেছে ৷ তারাই গাছগুলি দত্তক নেবে ৷"

ABOUT THE AUTHOR

...view details