পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মস্কো হামলায় ইসলামিক জঙ্গিদের দায়ী করলেন প্রেসিডেন্ট পুতিন - Moscow Attack - MOSCOW ATTACK

Russian President Vladimir Putin: ইউক্রেনের পর মস্কো হামলায় ইসলামিক জঙ্গিদের দায়ী করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তবে হামলায় আইএসের হাত রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করেননি তিনি ৷

Vladimir Putin
Vladimir Putin

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 1:52 PM IST

মস্কো, 26 মার্চ:মস্কো কনসার্টে হামলার নেপথ্যে ইউক্রেনের হাত রয়েছে ৷ আগেই এমনটা দাবি করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ এবার তিনি রাশিয়ার সন্ত্রাসবাদী হামলার দায় চাপালেন ইসলামিক জঙ্গিদের উপর ৷ পুতিন সোমবার বলেছেন, গত সপ্তাহে মস্কোর কনসার্ট হলে হামলায় 130 জনের বেশি লোককে যারা হত্যা করেছে সেইসব বন্দুকধারীরা 'উগ্র ইসলামপন্থী' । যাদের আদর্শে ইসলামী বিশ্ব শতাব্দী ধরে লড়াই করে আসছে।"

রাশিয়ার প্রেসিডেন্ট সপ্তাহান্তে দাবি করেছিলেন, চার হামলাকারী ইউক্রেনে পালানোর চেষ্টা করে ৷ সে সময় তাদের গ্রেফতার করা হয়েছে ৷ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক গোষ্ঠী ৷ তবে কোন ইসলামিক গোষ্ঠী তার উল্লেখ করেননি পুতিন। সোমবারের মন্তব্যে তিনি আবারও মস্কো হামলার পিছনে আইএসের হাত রয়েছে কি না, তা উল্লেখ করা থেকে বিরত থেকেছেন। তিনি জানান, হামলার নির্দেশ কে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না ৷ তবে সন্ত্রাসবাদীরা কেন অপরাধ করার পরে ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ৷ সেখানে তাদের জন্য কারা অপেক্ষা করছিল, তা খুঁজে বের করা প্রয়োজন ।"

আইএসের সহযোগী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে ৷ এরপরে মার্কিন গোয়েন্দারা সেই দাবির সিলমোহর দেয় । ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্সের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী মস্কো হামলার পিছনে আইএস সহযোগী গোষ্ঠীর হাত রয়েছে ৷ এর আগে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলায় কাউকে দোষারোপ করতে অস্বীকার করেন ৷ তিনি রাশিয়ায় তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলেন ।

শুক্রবার রাতে মস্কোয় ক্রকাস সিটি হলে কনসার্ট চলাকালীন বিস্ফোরণ হয় । চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায় । হলের ছাদ খসে পড়ে । এরপরেই কনসার্ট হলে ঢুকে পড়েন বন্দুকবাজরা । এই হামলায় 137 জনের বেশি নিহত এবং 180 জনেরও বেশি আহত হয়েছেন ৷ মস্কোর হামলাকে কয়েক বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে মারাত্মক বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে । মোট 97 জন হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনার তীব্র নিন্দা জানান ৷

আরও পড়ুন:

  1. মস্কো হামলার 'প্রত্যাঘাত' চারদিনে 3 বার ইউক্রেনে মিসাইল দাগল রাশিয়া
  2. মস্কো হামলাকে 'বর্বরোচিত' আখ্যা দিয়ে ইউক্রেনের উপর দায় চাপালেন পুতিন
  3. ক্রোকাস সিটিতে হামলায় জড়িত 11 জনকে আটক করল রুশ গোয়েন্দা সংস্থা

ABOUT THE AUTHOR

...view details