পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিক্ষোভ বাড়ছে বাংলাদেশে ! দেশ স্তব্ধ করার ডাক ছাত্রদের, হাসিনা বললেন ধৈর্য ধরতে - Bangladesh Job Quota Protest

Bangladesh Quota Protest: অনির্দিষ্টকালের জন্য় বন্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৷ এবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন আন্দোলনকারীরা ৷ অন্যদিকে, ছাত্রমৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

Bangladesh Quota Protest
বিক্ষোভ বাড়ছে বাংলাদেশে (ছবি: এপি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 8:30 AM IST

Updated : Jul 18, 2024, 8:36 AM IST

ঢাকা, 18 জুলাই: সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কারের দাবিতে ক্রমশ বিক্ষোভ বাড়ছে বাংলাদেশে ৷ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তিন শিক্ষার্থী-সহ অন্তত ছ’জন ৷ আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে । অনির্দিষ্টকালের জন্য় বন্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৷ তারপরেই আজ, বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারী ছাত্ররা ৷

আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্র-ছাত্রীদের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগের ছাত্র সংগঠনের সদস্যরাও হামলা চালিয়েছে ৷ নিহতের মধ্যে রয়েছেন ছাত্রনেতা আবু সইদ ৷ পুলিশের সামনে তাঁর দু’হাত মেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ যেভাবে সংস্কারের দাবি চাওয়া ছাত্রকে গুলি করে মেরেছে বাংলাদেশের পুলিশ, তার নিন্দা শুরু হয়েছে বিশ্বজুড়ে ৷

ছাত্র আন্দোলনের অন্যতম আসিফ মাহমুদ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, হাসপাতাল এবং জরুরি পরিষেবাগুলি ছাড়া সমস্ত কিছু স্তব্ধ করে দেওয়া হবে । দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে ৷ অভিভাবকদের উদ্দেশ্যেও সমর্থন করার অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারীরা ।

অন্যদিকে, ছাত্রমৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শিক্ষার্থীদের বিক্ষোভে 6 জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি ৷ হাসিনা জানিয়েছেন, একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে । পাশাপাশি বিক্ষোভকারীদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রাখতে বলেছেন তিনি । বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিশ্বাস করি আমাদের ছাত্ররা (সর্বোচ্চ আদালতে) ন্যায়বিচার পাবে । হতাশ হবেন না ৷ যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারের জন্য যা যা সহায়তা প্রয়োজন আমি করব । আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যে যারা হত্যা, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা যেই হোক না কেন, উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে ।’’

Last Updated : Jul 18, 2024, 8:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details