ওয়াশিংটন ও নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: পাচার হওয়া 297টি প্রত্নতাত্ত্বিক বস্তু ভারতকে ফেরত দিল আমেরিকা ৷ সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের মার্কিন সফরে গিয়েছেন ৷ তিনিও বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রেসিডেন্ট বাইডেন এবং আমেরিকার সরকারের কাছে আমি কৃতজ্ঞ, তাঁরা 297 টি অমূল্য পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ দু'দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে ৷ সাংস্কৃতিক সম্পত্তি বেআইনিভাবে পাচার করার বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হবে ৷" এই নিয়ে 2014 সাল থেকে এখনও পর্যন্ত 640টি পাচার হওয়া পুরাকীর্তি ভারতে ফিরল ৷ এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই শুধুমাত্র 578টি প্রত্নতাত্ত্বিক বস্তু ফিরেছে ভারতে ৷
উল্লেখযোগ্য পুরাকীর্তিগুলির মধ্যে একটি 'অপ্সরা'র মূর্তি ৷ স্যান্ডস্টোন বা বেলেপাথরের তৈরি মূর্তিটি 10-11 শতকের এবং মধ্যভারতের ৷ 15-16 শতকের জৈন তীর্থঙ্করের ব্রোঞ্জের মূর্তি ৷ পূর্ব ভারতের 3-4 শতকের একটি টেরাকোটা ফুলদানি ৷ পাথরের একটি ভাস্কর্য, যার বয়স খ্রিস্টপূর্বাব্দ প্রথম শতক থেকে প্রথম শতক খ্রিস্টাব্দের মধ্যে তৈরি ৷ এটি দক্ষিণ ভারতের ৷
এছাড়া ব্রোঞ্জের তৈরি ভগবান গণেশের একটি মূর্তি ৷ দক্ষিণ ভারতের এই মূর্তিটি 17-18 শতকে তৈরি হয়েছিল ৷ গৌতম বুদ্ধের দাঁড়িয়ে থাকা মূর্তি, যা 15-16 শতকের এবং উত্তর ভারতীয় ৷ পূর্ব ভারতের একটি ব্রোঞ্জের তৈরি ভগবান বিষ্ণুর মূর্তি ৷ 17-18 শতকের মাঝামাঝি কোনও সময়ে তৈরি হয়েছিল মূর্তিটি ৷
সরকারি সূত্রে খবর, 2021 সালের প্রধানমন্ত্রীর মার্কিন সফরকালে 157 টি পুরাকীর্তি ভারত সরকারের হাতে তুলে দিয়েছিল আমেরিকার সরকার ৷ তার মধ্যে অন্যতম 1200 খ্রিস্টাব্দের ব্রোঞ্জের তৈরি নটরাজের মূর্তি ৷ 2023 সালে 105টি পুরাকীর্তি ভারতে ফিরে আসে ৷ এগুলি সবই বেআইনিভাবে পাচার করা হয়েছিল ৷ আমেরিকা ছাড়া ব্রিটেন থেকে 16টি পুরাকীর্তি এবং অস্ট্রেলিয়া থেকে 40টি প্রত্নতাত্ত্বিক সামগ্রী ভারতে ফিরেছে ৷ এদিকে 2004 থেকে 2013 সালের মধ্যে মাত্র একটি শিল্পকর্ম ভারতে ফিরেছিল ৷