রাষ্ট্রসংঘ, 25 মার্চ: মুসলিমদের পবিত্র রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ৷ এটি রাষ্ট্রসংঘেরযুদ্ধ বন্ধ করার প্রথম দাবি। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য এই প্রস্তাব থেকে নিজেদের বিরত রেখেছে ৷ পালটা গত 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাসের আকস্মিক হামলার সময় বন্দি সমস্ত পণবন্দিদের মুক্তির দাবি করেছে তারা। তবে এই বিষয়টি রমজানের সময় যুদ্ধবিরতির সঙ্গে সেই দাবিকে যুক্ত করছে না ৷ রাশিয়া এবং চিন শুক্রবার এই প্রস্তাবের পক্ষে ভেটো প্রয়োগ করে ৷ ফলে মনে করা হচ্ছে, অবিলম্বে ইজরায়েল-হামাস সংঘর্ষের আপাতত যুদ্ধবিরতি হতে পারে।
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক্স হ্যান্ডেলে লিখেছেন, "নিরাপত্তা পরিষদ গাজা সংক্রান্ত একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রস্তাব অনুমোদন করেছে ৷ যেখানে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব পনবন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।" গুতেরাস আরও বলেছেন, "গাজায় যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত। সব পণবন্দিদের এখনই মুক্তি দিতে হবে। আমাদের বড় চিন্তাভাবনা হারানো উচিত নয়। ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের দীর্ঘস্থায়ী সমাপ্তি কেবলমাত্র দুই-রাষ্ট্রের অভ্যন্তরিন বিষয়ের সমাধানের মাধ্যমেই হতে পারে।"
মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, সোমবার অনুমোদিত প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যে যাবতীয় বিষয় বন্ধ করার জন্য আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ৷ যার জেরে এবার আমেরিকার দ্বারা আরও একটি ভেটো প্রয়োগের সম্ভাবনা এতে বেড়েছে। প্রস্তাবটি, 10 জন নির্বাচিত কাউন্সিল সদস্য দ্বারা পেশ করা হয়েছে, রাশিয়া, চিন এবং জাতিসংঘের 22-জাতি আরব গ্রুপ দ্বারা সমর্থিতও হয়েছে।
আরব গ্রুপ শুক্রবার রাতে জারি করা একটি বিবৃতিতে কাউন্সিলের 15 জন সদস্যকে ঐক্য ও জরুরিভিত্তিতে কাজ করার এবং রক্তপাত বন্ধ করতে, মানুষের জীবন রক্ষা করতে আরও মানবিক দুর্ভোগ ও ধ্বংস এড়াতে রেজোলিউশনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যেহেতু রমজান পরের মাসে শেষ হবে, যুদ্ধবিরতির দাবিটি মাত্র দুই সপ্তাহ স্থায়ী থাকবে ৷ যদিও খসড়া অনুযায়ী, যুদ্ধের বিরতি একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, নিরাপত্তা পরিষদ গাজায় মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে দু'টি প্রস্তাব গ্রহণ করেছে, কিন্তু কেউই যুদ্ধবিরতির আহ্বান জানায়নি।
আরও পড়ুন:
- মস্কো হামলাকে 'বর্বরোচিত' আখ্যা দিয়ে ইউক্রেনের উপর দায় চাপালেন পুতিন
- কুটনৈতিক চালে মাত মুইজ্জু ! ‘ঘনিষ্ট সঙ্গী ভারতই’, সুরবদল মলদ্বীপ রাষ্ট্রপ্রধানের