ওয়াশিংটন, 18 সেপ্টেম্বর: প্রায় দু'মাস পর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগেই পুরনো 'বন্ধু' তথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ মোদির আসন্ন মার্কিন সফরেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়ে নিজেই এ কথা জানান ট্রাম্প ৷
একাধিক কর্মসূচি নিয়ে আগামী 21 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই সফরেই তাঁর সঙ্গে দেখা করবেন ট্রাম্প ৷ মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প বলেন, "মোদি একজন অসাধারণ ও চমৎকর প্রকৃতির মানুষ ৷ আমার দেখা একাধিক চমৎকার নেতাদের মধ্যে একজন তিনি ৷ আগামী সপ্তাহে আমাদের দেখা হতে পারে ৷" মোদির পাশাপাশি ভারতের প্রশংসাও ঝড়ে পড়ে ট্রাম্পের মুখে ৷ তিনি বলেন, "সেদেশের মানুষগুলি বেশ বুদ্ধিমান ৷ তারা কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই ৷ বরং শীর্ষে রয়েছে ৷ ভারত বেশ শক্তিশালী দেশ ৷"