পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

দামাস্কাসের পতন, সিরিয়ায় শুরু উৎসব; আসাদকে নিয়ে জল্পনা - SYRIAN GOVERNMENT FALLS

বিদ্রোহীদের শক্তি অনুমান করে আগেই দেশ ছেড়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসদ । এবার আনুষ্ঠানিকভাবে পড়ল তার সরকার ।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2024, 4:37 PM IST

দামাস্কাস, 8 ডিসেম্বর: বিদ্রোহীদের কাছে শেষমেশ হার মানতে হল সিরিয়ার রাষ্ট্রপতি বাশার-আল-আসাদকে। প্রায় 50 বছর পর সিরিয়ায় ক্ষমতা হারাল আসাদ পরিবার। স্থানীয় সময় রবিবার ভোরের দিকেই সিরিয়ার রাজধানীর দামাস্কাসের দখল চলে যায় বিদ্রোহীদের হাতে। ততক্ষণে অবশ্য দেশ ছেড়েছেন রাষ্ট্রপতি । ভারতীয় সময় দুপুরের দিকে সংবাদসংস্থা পিটিআই জানায়, বাশারের পাশাপাশি দেশের প্রতিরক্ষাও মন্ত্রীও দেশ ছেড়েছেন । স্থানীয় সংবাদমাধ্যমে ইতিমধ্যেই এই খবর সম্প্রচারিত হয়েছ । বিভিন্ন জেলে আসাদ-প্রশাসন যাদের গ্রেফতার করে রেখেছিল তাদের অনেকেই পালিয়ে গিয়েছে বলে খবর ।

আরও জানা গিয়েছে, ইতিমধ্যে সরকার বিরোধী কোনও একটি গোষ্ঠীর সদস্যরা স্থানীয় সংবাদমাধ্যমে বিবৃতি জারি করে জানিয়েছে, বাশার-আল-আসাদের সরকার পড়ে গিয়েছে । ওই বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া এখন মুক্ত। দেশের প্রতিটি নাগরিকের এই বিশেষ মুহূর্তের শরিক হওয়া উচিত। কীভাবে এত বিরাট পরিবর্তন সম্ভব হল সে কথাও জানানো হয়েছে বিবৃতিতে ।

14 বছর ধরে গৃহযুদ্ধ দেখে আসা সিরিয়ার বাসিন্দাদের একটা বড় অংশই বুঝতে পারছিলেন, গত কয়েকদিন ধরেই বিদ্রোহীদের শক্তি বাড়ছিল । বহু প্রতিকূল পরিস্থিতি সামলেও সরকারে টিকে থাকা বাশার-আল-আসাদ এবার আর শেষরক্ষা করতে পারবেন না তা মনে করছিলেন অনেকে । শেষমেশ আসাদের সরকার পড়ল । প্রথমদিকে রাজধানীর অনেক বাসিন্দাই এই তথ্য মানতে চাননি। বাশার দেশ ছেড়েছেন এমন তথ্যেও তারা বিশেষ ভরসা করেননি প্রথমদিকে । ধীরে ধীরে পরিস্থিতি স্পষ্ট হতে শুরু করে । খোদ প্রশাসনের তরফ থেকে জানা যায়, আকাশপথে দেশ ছেড়ে কোনও অজ্ঞাতস্থানে আত্মগোপন করেছেন প্রেসিডেন্ট ।

শনিবার অবিশ্বাস, রবিরার উৎসব

শনিবার সারারাত বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচল ছিল সিরিয়ায়। রবিবার বিদ্রোহীদের হাতে ক্ষমতা যেতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভিড় বাড়তে শুরু করে। বিভিন্ন জটলা থেকে শোনা যায় 'ঈশ্বর মহান'। আসাদ-বিরোধী স্লোগানও শোনা যেতে থাকে। সংবাদসংস্থা সূত্রে কয়েকটি ছবি পাওয়া গিয়েছে। তাতে অস্ত্র হাতে তরুণদের উল্লাসের চিত্রও ধরা পড়েছে। রাজধানী শহরের উমায়াদ স্কোয়ারের কাছে প্রতিরক্ষা মন্ত্রকের কার্যালয় । তার বাইরেও গুলির শব্দ শোনা গিয়েছে। তার আগেই রাষ্ট্রপতির বাসভবনে ভাঙচুর চলেছে । পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীকে বিদ্রোহীদের সামনে কার্যত অসহায় দেখিয়েছে ।

(তথ্যসূত্র: পিটিআই)

ঢুকে পড়েছে সশস্ত্র বিদ্রোহীরা ! দামাস্কাস ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

ABOUT THE AUTHOR

...view details