জাকার্তা, 28 এপ্রিল: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ৷ স্থানীয় সময় রবিবার গভীর রাতে ভূমিকম্প হয় দেশের দক্ষিণ অংশে ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.1 ৷ যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খোঁজ পাওয়া যায়নি ৷ মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্প বানজার শহরের 102 কিলোমিটার (63 মাইল) দক্ষিণে আঘাত হেনেছে ৷ যার উৎপত্তি ভূ-পৃষ্ঠের 68.3 কিলোমিটার (42.4 মাইল) গভীরে ।
একই সঙ্গে মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, সুনামির কোনও আগাম সতর্কতা ছিল না । রাজধানী জাকার্তায় প্রায় এক মিনিট ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ পশ্চিম জাভা প্রদেশের রাজধানী বান্দুং এবং দেপোক, ট্যানজেরাং, বোগর এবং বেকাসির মতো একাধিক শহরে কম্পন অনুভূত বয়েছে ৷
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ‘পশ্চিম জাভা, জাকার্তা এবং পূর্ব জাভা প্রদেশের কিছু শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে ৷’ একই সঙ্গে, ফের কম্পন অনুভূত হতে পারে বলে সতর্কও করা হয়েছে ৷