নয়াদিল্লি, 8 অগস্ট: উত্তাল বাংলাদেশ ! দেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন নয়াদিল্লিতে ৷ রাজধানীতেই রয়েছেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদও ৷ কিন্তু তিনদিন কেটে গেলেও এখনও দেখা হয়নি দু’জনের ৷ এই দুঃসময়েও কেন মায়ের সঙ্গে দেখা যায়নি ওয়াজেদকে ? তা নিয়েই এবার টুইট (পূর্বের এক্স) করলেন হাসিনা-কন্যা ৷
এই মুহূর্তে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় (হু) কর্মরত ওয়াজেদ ৷ পেশায় মনোরোগ বিশেষজ্ঞ সাইমা হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক দফতরের অধিকর্তা ৷ গত নভেম্বর থেকে নয়াদিল্লিতে ওই দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ সেই ভূমিকায় নিজের দায়িত্ব ও কর্তব্যয় অবিচল থাকতে বদ্ধপরিকর সাইমা ৷ এক্সে তিনি লিখেছেন, ‘‘আমার দেশের ঘটনায় হৃদয় ভেঙে যাচ্ছে ৷ বাংলাদেশকে আমি ভালোবাসি ৷ মন এতটাই খারাপ যে আমি এই কঠিন সময়ে আমার মা’কে দেখতে এবং জড়িয়ে ধরতেও পারছি না । আমি আঞ্চলিক অধিকর্তা হিসাবে আমার ভূমিকা প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ৷’’