পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান ! সেনা-বিক্ষোভকারী সংর্ঘষে 6 জনের মৃত্যু - PAKISTAN UNREST

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে ছেড়ে দেওয়া হোক ৷ এই দাবিতে তাঁর দল পিটিআই-এর সদস্যরা মিছিল করে ইসলামাবাদে পৌঁছয় ৷

Violence in Pakistan as protesters demand release of Former PM Imran Khan
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ধুন্ধুমার কাণ্ড ইসলামাবাদে (ছবি-এপি)

By PTI

Published : Nov 26, 2024, 5:05 PM IST

ইসলামাবাদ, 26 নভেম্বর: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান ৷ তাঁর দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-এর (পিটিআই) সদস্যরা রাজধানী ইসলামাদের ডি-চৌক এলাকায় পৌঁছেছেন ৷ সেখানে তাঁদের আটকাতে বিশাল সেনা মোতায়েন করা হয়েছে ৷ প্রতিবাদীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 4 জন আধাসামরিক কর্মী এবং 2 জন পুলিশের মৃত্যু হয়েছে ৷ এছাড়া একশোরও বেশি নিরাপত্তাকর্মী জখম হয়েছেন ৷

এই পরিস্থিতিতে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে সরকার পরিচালিত সংবাদমাধ্যম ৷ একদিকে পাকিস্তানের শেহবাজ শরিফের সরকার দেশের বিশ্বজয়ী অধিনায়ক তথা বিরোধী নেতা ইমরান খানের মুক্তি চেয়ে আন্দোলনের মোকাবিলায় কার্ফুও জারি করতে পারে বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে আন্দোলনকারীরা রাস্তায় থাকা সবরকম ব্যারিকেড, বাধা পেরিয়ে ডি-চৌকে পৌঁছেছেন ৷ এই এলাকাটি রেড জোন ৷ কারণ, এখানে প্রেসিডেন্টের বাসভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, দেশের সংসদ, সুপ্রিম কোর্টের মতো দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলি অবস্থিত ৷

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরানকে জেল থেকে ছাড়ার দাবিতে প্রতিবাদ (ছবি- এপি)

এদিকে এখানেই রয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো ৷ তিনি সরকারি সফরে পাকিস্তানে এসেছেন ৷ মধ্য ইসলামাবাদের নিয়ন্ত্রণ এখন দেশের সেনার হাতে ৷ রয়েছে আধাসামরিক বাহিনীও ৷ সরকারের নিজস্ব সংবাদমাধ্য়ম রেডিয়ো পাকিস্তান জানিয়েছে, সোমবার রাতে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে পাকিস্তান রেঞ্জার্সের একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে আরেকটি গাড়ি ৷ এতে 4 জন রেঞ্জ আধিকারিকের মৃত্যু হয়েছে ৷ এছাড়া পাঁচজন রেঞ্জার্স আধিকারিক এবং একাধিক পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন ৷

পাকিস্তান সরকার এই আন্দোলনকারীদের দুষ্কৃতী বলে উল্লেখ করেছে ৷ রেডিয়ো পাকিস্তান জানাচ্ছে, রাওয়ালপিণ্ডির 26 নম্বর চুঙ্গিতে এলোপাথাড়ি গুলি চালিয়েছে একদল দুষ্কৃতী ৷ তাদের হাতে অস্ত্র রয়েছে ৷ তারা রেঞ্জার্স-এর আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছুড়েছে ৷ দু'জন পুলিশের মৃত্যু হয়েছে ৷ পঞ্জাব পুলিশ জানিয়েছে, সোমবার ইসলামাবাদ থেকে কিছুটা দূরে হাকলায় পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে ৷

সোমবার অনেক রাতে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি সংবাদমাধ্যমে বলেন, "পুলিশের এক উচ্চাধিকারিক (এসপি) গুরুতর ঘায়েল হয়েছেন ৷ প্রতিবাদীদের ছোড়া পাথরে তাঁর মাথায় চোট লেগেছে ৷ সরকারের সংবাদমাধ্যম জানিয়েছে, দুষ্কৃতীদের শক্তহাত দমন করার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাকে ৷ এমনকী প্রয়োজনে দুষ্কৃতীদের দেখামাত্রই গুলি করার স্পষ্ট আদেশ দেওয়া আছে ৷

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরানের সমর্থকদের আটকাতে রাস্তায় জাহাজের কন্টেনার (ছবি-এপি)

পাকিস্তানের রেঞ্জার্স এবং পুলিশ আধিকারিকদের উপর আন্দোলনকারীদের হামলা নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, "শান্তিপূর্ণ মিছিলের অছিলায় পুলিশ, রেঞ্জার্সদের উপর আক্রমণ চালানো হচ্ছে ৷ এই ঘটনা নিন্দনীয় ৷ পাকিস্তানে রক্ত ঝরবে, এমনটা বরদাস্ত করবে না সরকার ৷ জঘন্য রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্তাক্ত হচ্ছে পাকিস্তান, এটা অত্যন্ত ন্যক্কারজনক ৷"

মন্ত্রী নাকভি জানান, সরকার আন্দোলনকারীদের জন্য অন্য একটি জায়গা ঠিক করে দিয়েছিল ৷ সেটা ইসলামাবাদের গ্রামাঞ্চল সঞ্জজানি ৷ আপাত ভাবে ইমরান খানও তাতে রাজি হয়েছিলেন ৷ তিনি তাঁর দলের সদস্যদের তেমনটাই অনুমতি দিয়েছিলেন ৷ সম্ভবত তাঁর উপরেও কোনও নেতৃত্ব আছে, যিনি এতে আপত্তি জানিয়ে বাতিল করে দেন ৷

ABOUT THE AUTHOR

...view details