নিউইয়র্ক, 19 ফেব্রুয়ারি: ঘুষ-কাণ্ডে ভারতীয় ব্যবসায়ী গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়েরের চেষ্টা চলছে ৷ এমনটাই আদালতে ফেডারেল বিচারককে জানিয়েছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৷ তারা এও জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে সহায়তার অনুরোধও করা হয়েছে ।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলা আদালতের বিচারক নিকোলাস গারোফিসের কাছে এসইসি গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়েরের চেষ্টা সম্পর্কে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে । সেখানে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, গৌতম আদানি এবং সাগর আদানি উভয়ই ভারতে থাকেন এবং সেখানে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের এসইসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে ৷ যার জন্য নথিপত্রের সংগ্রহের কাজও ইতিমধ্যে চলছে ৷ হেগ সার্ভিস কনভেনশনের অধীনে ভারতীয় কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে ৷