মেভিল, 22 ফেব্রুয়ারি: সাহিত্য অনুষ্ঠান চলাকালীন লেখক সলমন রুশদির উপর ছুরি নিয়ে একের পর এক হামলা ৷ নিউইয়র্কের সেই হামলার 3 বছর পর অভিযুক্ত হাদি মাতারকে দোষী সাব্যস্ত করল মার্কিন আদালত ৷ মামলার শুনানি শুরুর 2 ঘণ্টার মধ্যেই রুশদির উপর হামলাকারী 27 বছরের হাদিকে দোষী সাব্যস্ত করেন জুরিরা ৷ সেই সঙ্গে, সলমন রুশদির সঙ্গে মঞ্চে উপস্থিত অপর এক ব্যক্তিকে আঘাত করার অপরাধেও তাকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত ৷ যদিও এখনও তার শাস্তি ঘোষণা করা হয়নি ৷ আগামী 23 এপ্রিল তার সাজা ঘোষণা করা হবে ৷ তবে, অনুমান 25 বছরের কারাদণ্ডের সাজা পেতে পারে হাদি মাতার ৷
দোষী হাদি মাতার নিউ জার্সির বাসিন্দা ৷ নিউইয়র্কে একটি সাহিত্য অনুষ্ঠান চলাকালীন 2022 সালের 12 অগস্ট সলমন রুশদির উপর হামলা করে হাদি ৷ ভরা সভার মধ্যে ধাড়ালো ছুরি দিয়ে লেখকের শরীরে 12 বারেরও বেশি আঘাত করে ৷ হামলায় 77 বছর বয়সি বুকারজয়ী লেখকের নষ্ট হয়ে গিয়েছে একটি চোখ ৷ একটি হাতও অকেজ হয়ে গিয়েছে ৷ রীতিমতো মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসেন বিখ্যাত এই ব্রিটিশ লেখক ৷
সুস্থ হয়ে ফিরে অভিযুক্তর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ বয়ান দেন 'দ্য স্যাটানিক ভার্সেস'-এর লেখক ৷ এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্ত দীর্ঘদিন জেলে থাকার অবশেষে মামলার শুনানি শুরু হয় আমেরিকার একটি কাউন্টি আদালতে ৷ এক সপ্তাহ ধরে সলমন রুশদির সমস্ত বয়ান নথিভুক্ত করা হয় ৷ অবশেষে অভিযুক্ত হাদি মাতারকে দোষী সাব্যস্ত করল মার্কিন আদালত ৷