জেরুজালেম, 27 এপ্রিল:ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে লোহিত সাগরে জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা ৷ ইয়েমেনের হাউথিরা শুক্রবার জাহাজ অ্যান্ড্রোমিডা স্টারের উপর এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ ক্ষতিগ্রস্ত জাহাজটি রাশিয়া প্রিমর্স্ক থেকে ভারতের ভাডিনার দিকে আসছিল বলে জানা গিয়েছে ৷
গাজায় যুদ্ধের সময় ইজরায়েলের বিরুদ্ধে মাসব্যাপী প্রচার চালায় ইয়েমেনের হাউথিরা ৷ সেই প্রচারের পরে সাম্প্রতিক সময়ে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের হাউথিরা ৷ ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনকে সমর্থন করছে তারা ৷ প্রাইভেট সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছে, তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় ৷ ক্ষেপণাস্ত্রগুলি পানামা-পতাকাবাহী সেশেলস-রেজিস্টার ট্যাঙ্কারের মাধ্যমে মোচা থেকে হামলা চালিয়েছে ৷ হাউথিরা ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি ৷ যদিও সাধারণত তারা কোনও হামলার দায় স্বীকার করতে বেশ কিছুটা সময় নেয় ।
ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারও মোচা থেকে আক্রমণের কথা জানিয়েছে ৷ তারা বলেছে, একটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি পড়তে দেখা গিয়েছে এবং দ্বিতীয় আক্রমণটি জাহাজটিকে ক্ষতিগ্রস্ত করেছে । আক্রমণে ক্ষতিগ্রস্ত অ্যান্ড্রোমিডা স্টার কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি । ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী, নভেম্বর থেকে হাউথিরা 50টিরও বেশি জাহাজের উপর হামলা চালিয়েছে ৷ একটি জাহাজ আটক করেছে এবং অন্য একটিকে ডুবিয়েছে ।