মেক্সিকো সিটি, 11 সেপ্টেম্বর: বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা নিয়ে উত্তাল মেক্সিকোর সেনেট ৷ মঙ্গলবার সেনেটের ভিতরে প্রবেশ করে বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাদোর প্রস্তাবিত বিচারক নির্বাচন আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলেন আন্দোলনকারীরা ৷ আন্দোলনের জেরে এই বিষয়ে আলোচনা বন্ধ হয়ে গেল ৷
সুপ্রিম কোর্টের বিচারক নির্বাচন করবেন দেশের মানুষ ৷ সম্প্রতি এমনই আইন প্রনয়ণের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ওব্রাদোর ৷ তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন দেশবাসীর একাংশ ৷ মঙ্গলবার আইনটি নিয়ে সেনেটের উচ্চ কক্ষে শুরু হয় আলোচনা ৷ যদিও আলোচনার মধ্যেই সেনেটের ভিতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা ৷ স্লোগান তোলেন, "দেশের বিচারব্যবস্থা ভেঙে পড়বে না ৷" আন্দোলনের ফলে সেনেট প্রেসিডেন্ট জেরার্দো ফার্নানডেজ নরোনা আলোচনা মুলতুবি ঘোষণা করেন ৷ তবে কিছুক্ষণের মধ্যেই ফের শুরু হয় আলোচনা ৷ জানা যায়, আইন প্রনেতারা পুরনো সেনেট ভবনে গিয়ে এই বিষয়ে ফের আলোচনা শুরু করেন ৷