রোম, 23 ফেব্রুয়ারি: নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত 14 ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন পোপ ফ্রান্সিস (Pope Francis)৷ তিনি দীর্ঘদিন ধরেই হাঁপানিজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন ৷ শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে!
ভ্যাটিকান পোপের স্বাস্থ্য সংক্রান্ত এক বিবৃতিতে জানিয়েছে যে, ফ্রান্সিস ফুসফুসের সংক্রমণের জন্য এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরীক্ষায় জানা গিয়েছে যে তিনি রক্তাল্পতায় ভুগছিলেন। জানা গিয়েছে ব্রঙ্কাইটিসে আক্রান্ত হওয়ার পর পোপ ফ্রান্সিস (88) গত 14 ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন এবং গত মঙ্গলবার চিকিৎসকরা তানান তাঁর ফুসফুসে নিউমোনিয়ায় ধরা পড়েছে ৷ এর পাশাপাশি, তাঁর শ্বাসনালীতে পলিমাইক্রোবিয়াল সংক্রমণও পাওয়া গিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন যে, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা খুবই খারাপ এবং তিনি কোনওভাবেই বিপদমুক্ত নন। ফ্রান্সিসের শরীরে সেপসিসের (গুরুতর রক্ত সংক্রমণ) আশঙ্কা করছেন চিকিৎসকরা। যদিও, পোপের মেডিকেল টিম জানিয়েছে যে, শুক্রবার পর্যন্ত ফ্রান্সিসের শরীরে সেপসিসের কোনও লক্ষণ দেখা যায়নি এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে।