মস্কো, 8 জুলাই: ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার মস্কো পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিমানবন্দরে মোদিকে গার্ড অফ অনার দেওয়া হয় রাশিয়া সরকারের পক্ষ থেকে ৷ অন্যদিকে মোদি যে হোটেলে থাকবেন, সেখানে রাশিয়ান শিল্পীরা হিন্দি গানের তালে নেচে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৷
মস্কোয় পৌঁছলেন মোদি (ইটিভি ভারত) বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরোভ ৷ সেখান থেকে একই গাড়িতে তিনি মোদিকে হোটেল পর্যন্তও নিয়ে যান ৷ এর আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন রাশিয়া সফরে গিয়েছিলেন, সেই সময় মান্তুরভই চিনা প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ৷
দু’দিনের এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি-সহ একাধিক ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী মোদি ৷ 2019 সালের পর এটাই তাঁর প্রথম রাশিয়া সফর ৷ ফলে 2022 সালে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার পুতিনের দেশে গেলেন তিনি ৷
পুতিনের সঙ্গে মোদির বৈঠক হবে আগামিকাল মঙ্গলবার ৷ তার আগে সোমবার রাতে পুতিন মোদির সম্মানে বেসরকারি নৈশভোজের আয়োজন করেছেন ৷ মোদির এই সফর নিয়ে সোশাল মিডিয়ায় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতেই আলোচনায় বসবেন মোদি ও পুতিন ৷ প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মোদি দেখা করবেন বলে তিনি জানিয়েছেন ৷
সোমবার সকালই নয়াদিল্লি থেকে মস্কোর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যাওয়ার আগে তিনি এক বিবৃতিতে বলেন, "ভারত এবং রাশিয়ার মধ্যে শক্তি, নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য ও জনগণের মধ্যে বিনিময়ের ক্ষেত্র-সহ বিশেষ কৌশলগত অংশীদারিত্ব গত দশ বছরে অনেক এগিয়েছে ৷ আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত দিক পর্যালোচনা এবং বিভিন্ন আঞ্চলিক ও বিশ্বের অন্য ইস্যু নিয়ে দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছি ৷ আমরা একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল অঞ্চলের জন্য সহায়ক ভূমিকা পালন করতে চাই ।"
ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন শেষবার হয়েছিল 2021-এর 6 ডিসেম্বর ৷ নয়াদিল্লিতে সেই সম্মেলনে যোগ দিতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ প্রায় তিন বছর এই সম্মেলন আবার হচ্ছে ৷ এর মাঝে 2022-এর 16 সেপ্টেম্বর মোদি-পুতিন মুখোমুখি সাক্ষাৎ হয় উজবেকিস্তানে এসসিও শীর্ষ সম্মেলনে ৷ সেখানে এই দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বৈঠকও করেন ৷ তার পর আবার সোমবার মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছেন মোদি ও পুতিন ৷