আপুলিয়া, 15 জুন:একদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, অন্য়দিকে ইজরায়েল-হামাস সংঘাত ৷ এই আবহে 50তম জি-7 সামিটে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার ইতালির রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইতালির আপুলিয়া প্রদেশের বোরগো এগনাজিয়ার বিলাসবহুল রিসর্টে শুক্রবার একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি ৷ লক্ষ্য তৃতীয় মেয়াদে আন্তর্জাতিক মঞ্চে শক্তিধর দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা ৷
মোদি এদিন দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার সঙ্গে ৷ সেইসঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেন রাষ্ট্রসংঘের সাধারণ সচিব অ্যান্টোনিয়ো গুতেরেসের সঙ্গেও ৷ এই সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বরাবর মৌনতা অবলম্বন করেছে ভারত ৷ একই দৃশ্য দেখা গিয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধের ক্ষেত্রেও ৷ যদিও যুদ্ধ থামাতে সেদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বারংবার কথা বলেছেন মোদি ৷ এই আবহে এদিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এদিন দেখা করেন তিনি ৷ বাইডেনের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই আনন্দ দেয় ৷ দু'দেশের উন্নয়ন তথা বিশ্বের উন্নয়নের স্বার্থে ভবিষ্য়তে একসঙ্গে কাজ করবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ৷"
এদিন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন মোদি ৷ দু'দেশের পারস্পরিক ও আঞ্চলিক বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তর আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷ এই বৈঠক প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ লেখেন, "প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ভারত এবং জাপানের মধ্যে শক্তিশালী সম্পর্ক গুরুত্বপূর্ণ ৷ প্রতিরক্ষা, প্রযুক্তি, শক্তি এবং ডিজিটাল প্রযুক্তি নিয়ে একত্রে কাজ করবে দুই দেশ ৷"
গত বছর বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা নিজ্জর হত্যা মামলায় কার্যত তলানিতে ঠেকে যায় ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক ৷ ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লিতে আয়োজিত জি-20 সম্মেলনে প্রধানমন্ত্রী ট্রুডো এলেও দু'দেশের রাষ্ট্রনেতার মধ্যে কোনও বৈঠক হয়নি ৷ তবে ইতালিতে ট্রুডোর সঙ্গে বৈঠক করেন মোদি ৷ বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন প্রধানমন্ত্রী মোদি ৷ এছাড়াও একাধিক দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এদিন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এর্ডোগান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান এবং জর্ডনের রাজা আবদুল্লার সঙ্গেও দেখা করেন তিনি ৷