ফিলাডেলফিয়া, 1 ফেব্রুয়ারি: ফের বিমান দুর্ঘটনা ৷ এবার ফিলাডেলফিয়ায় ভেঙে পড়ল একটি মেডিকেল ট্রান্সপোর্ট জেট ৷ বিমান দুর্ঘটনার পর ঘরবাড়িতে আগুন ধরে যায় ৷ একটি ডোরবেল ক্যামেরায় বিমান ভেঙে পড়ার ছবি ধরা পড়েছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানটি পড়ার সময়েই তাতে আগুন ধরে যায় ৷ যেখানে সেটি ভেঙে পড়ে, সেখানে একটি শপিং মল এবং ব্যস্ত রাস্তা রয়েছে ৷
দুর্ঘটনাস্থল উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে 3 মাইল (4.8 কিলোমিটার) দূরে ৷ ওই বিমানবন্দর থেকে মূলত ব্যবসায়িক জেট এবং চার্টার ফ্লাইট পরিষেবা প্রদান করা হয়। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটিতে দু’জন যাত্রী ছিলেন । ডোরবেল ক্যামেরার মালিক জিম কুইন বলেন, ‘‘আমরা একটি জোরে গর্জন শুনতে পাই ৷ তা কোথা থেকে আসছে তা বুঝতে পারিনি ।’’