ইসলামাবাদ, 8 ফেব্রুয়ারি: অর্থনৈতিক সংকটের মধ্যেই আজ সংসদীয় নির্বাচন পাকিস্তানে ৷ দেশের 76 বছরের ইতিহাসে এটি 12তম নির্বাচন ৷ সংসদের নিম্নকক্ষে 266টি আসনের ভাগ্য নির্ধারণ করবে 12 কোটি 70 লক্ষ পাকিস্তানি ৷ এছাড়া মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অতিরিক্ত 70টি আসন সংরক্ষিত রয়েছে ৷ কখনও সামরিক অভ্যুত্থান, কখনও বা জঙ্গি হামলা, ভারত ও অন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে এমনিতেই বিধ্বস্ত পাকিস্তান ৷ এর সঙ্গে রাজনৈতিক ওঠাপড়া তো রয়েছেই ৷ এরই মধ্যে এই নির্বাচনের মাধ্যমে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবে আমজনতা ৷
দেশজুড়ে হাজার হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷ এদিকে নির্বাচনের আগের দিনই দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে দু'টি পার্টি কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 30 জনের ৷ আহত বহু ৷ প্রথমটি হয় পাশিন জেলায় ৷ নির্দল প্রার্থীর দলীয় কার্যালয়ে ৷ অন্ততপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন ৷ দ্বিতীয়টি হয় 130 কিমি দূরে জামিয়াত উলেমা ইসলাম পার্টি অফিসে ৷ এই ঘটনায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন ৷
ভোটের আগে বোমা বিস্ফোরণ পাকিস্তানে এদিকে দেশে চলছে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ৷ 44টি রাজনৈতিক দল এই নির্বাচনে লড়ছে ৷ গত বছরের অক্টোবরে দেশে ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ দেশে ফেরার পরেই তাঁর বিরুদ্ধে সব সাজা মকুব করা হয়েছে ৷ তাঁর পাকিস্তান মুসলিম লিগ বা পিএমএল এই নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ দল ৷ পাশাপাশি পাকিস্তানের তরুণ রাজনীতিবিদ তথা শেহবাজ শরিফ সরকারের বিদেশমন্ত্রী বিলওয়াল জারদারি ভুট্টো লড়ছেন এই নির্বাচনে ৷ এই দু'টি দলই একে অপরের চিরকালীন প্রতিদ্বন্দ্বী ৷ যদিও পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ সরকারের বিরোধীতায় দুই বিরোধী দল জোট বেঁধেছিল ৷
2022 সালে এপ্রিল মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটাভুটিতে পরাজিত হয়ে পাকিস্তানের মসনদ ছাড়েন ৷ 2018 সালের শেষ নির্বাচনে তিনিই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ তবে ক্রিকেটার তথা রাজনৈতিক নেতা ইমরান খান এখন কারাবাসে ৷ এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি তাঁর পাকিস্তান-ই-তেহরেকির প্রচারেও অংশ নিতে পারেননি ৷ তবে কারাগারের নেপথ্যে থেকেও দলের সবকিছুই তিনি পরিচালনা করছেন ৷ পাকিস্তানে তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয় ৷ তাঁর সমর্থকরা রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে দেশে ৷ তবে ইমরান খান প্রতিদ্বন্দ্বিতা না-করায় একদিকে নওয়াজ শরিফের সুবিধে হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷
আরও পড়ুন:
- পাকিস্তানে ভোটের আগের দিনই ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 24
- উত্তর পশ্চিম পাকিস্তানের থানায় জঙ্গি হামলা, নিহত অন্তত 10
- পাকিস্তানের নির্বাচনে নতুন রাজনৈতিক দল, নেপথ্যে কি মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ?