পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কঙ্গোয় নৌকাডুবি ! মৃত অন্তত 25 জন যাত্রী, নিখোঁজ বহু - BOAT CAPSIZES IN CONGO

ইনোঙ্গোর মাই-নডোম্ব প্রদেশ মূলত নদী বেষ্টিত এলাকা ৷ প্রদেশের পরিবহণ ব্যবস্থা মূলত নৌকার উপর নির্ভরশীল ৷ এলাকায় এই ধরণের দুর্ঘটনার সংখ্যাও বেশি ৷

BOAT CAPSIZES IN CONGO
কঙ্গোয় নৌকাডুবি (ইটিভি ভারত)

By PTI

Published : 5 hours ago

Updated : 4 hours ago

কিনশাসা (কঙ্গো), 18 ডিসেম্বর:মধ্য কঙ্গোর নদীতে নৌকাডুবি ৷ ঘটনায় শিশু-সহ মৃত কমপক্ষে 25 জন ৷ নিখোঁজ সত্তরেরও বেশি মানুষ ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা বলে দাবি প্রশাসনের ৷

রাজধানী কিনশাসার উত্তর-পূর্বে অবস্থিত ইনোঙ্গো শহর থেকে ছেড়ে যাওয়ার পর নৌকাটিতে 100 জনেরও বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে ৷ ফিমি নদীতে যাত্রা শুরুর কয়েকশো মিটার দূরেই নৌকাটি ডুবে যায় বলে খবর ৷

মঙ্গলবার দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরই তল্লাশি অভিযান শুরু করে প্রশাসন ৷ ইনোঙ্গোর রিভার কমিশনার ডেভিড কলেম্বো বলেন, "নৌকার ছাদ পর্যন্ত যাত্রী নেওয়া হয়েছিল ৷ এখনও পর্যন্ত অন্তত 25 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷" ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, "মৃতদের মধ্য়ে শিশুও রয়েছে ৷ তবে নৌকাটিতে যাত্রী সংখ্যা অতিরিক্ত থাকার কারণে এই মুহূর্তে সঠিক মৃতের সংখ্যা বলা বেশ কঠিন ৷"

উল্লেখ্য, নদী দ্বারা বেষ্টিত মাই-নডোম্ব প্রদেশের জল পরিবহণ ব্যবস্থা মূলত নৌকার উপর নির্ভরশীল ৷ সূত্রের খবর, জল পরিবহণে নিত্যযাত্রীর চাপও এই এলাকায় যথেষ্ট ৷ সেই কারণে এলাকায় এই ধরণের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে দাবি স্থানীয়দের ৷ চলতি বছরে এই নিয়ে চতুর্থবার মাই-নডোম্ব প্রদেশে নৌকাডুবির ঘটনা ঘটল ৷ প্রশাসনের তরফে অতিরিক্ত যাত্রী তোলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ জল পরিবহণের জন্য সুরক্ষা ব্যবস্থার নিয়ম লঙ্ঘনকারীদের কড়া শাস্তি দেওয়ার নির্দেশিকা রয়েছে ৷ কিন্তু, তারপরও খুব একটা লাভ হয়নি ৷

স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যাত্রীরা অনেকেই কম খরচের জন্য নৌকা পরিষেবাকেই বেছে নেন ৷ পাশাপাশি, কঙ্গোর নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহীদের সংঘর্ষে প্রদেশের বিভিন্ন রাস্তা প্রায়ই বন্ধ করে দেওয়া হয় ৷ ফলে, স্বাভাবিকভাবে নদী বেষ্টিত এলাকায় যাতায়াতের জন্য নৌকাকেই বেছে নেন সাধারণ মানুষ ৷ সেকারণে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে নৌকাগুলিকে ৷ অক্টোবর মাসে দেশের পূর্বে সীমান্তে অতিরিক্ত যাত্রীবাহী নৌকা ডুবে মৃত্যু হয় কমপক্ষে 78 জনের ৷ জুন মাসে কিনশাসার কাছে এরম এক দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত 80 জনের ৷

এক স্থানীয় বাসিন্দা বলেন, "প্রদেশের নৌকা পরিবহণে সুরক্ষা বাড়ানোর জন্য সরকারের দ্রুত ব্যবস্থা নিতে হবে ৷ কারণ, সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবহণ ব্যবস্থা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷" অবশ্য, দুর্ঘটনা এড়াতে সরকারের তরফে দ্রুত অভিযানের জন্য অত্যাধুনিক ফ্লোটিং ডিভাইস ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

পড়ুন:জর্জিয়ায় বিষাক্ত গ্যাসে মৃত্যু 11 ভারতীয়র, জানাল দূতাবাস
Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details