তেহরান, 20 মে: হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে "কোনও প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি" ৷ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির চপার তল্লাশি অভিযান চলাকালীন এমনটাই জানাল উদ্ধারকারী দল ৷ ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-র পক্ষ থেকে জানান হয়, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর শহরে ফিরছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর সফরসঙ্গী ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান ।
ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে হার্ড ল্যান্ডিং করতে বাধ্য হয় প্রেসিডেন্টের হেলিকপ্টার। ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় 600 কিলোমিটার (375 মাইল) দূরে আজারবাইজান দেশের সীমান্তবর্তী শহর জোলফার কাছে ঘটে এই ঘটনা । কিন্তু তারপর চপারের ভিতরে থাকা প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের কোনও খবর পাওয়া যায়নি ৷ শুরু হয় তল্লাশি ৷ সোমবার ভোরের আলো ফুটতেই হেলিকপ্টার দেখতে পান উদ্ধারকারীরা ৷ ইরান সরকারের তরফে জানান হয়, "দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷ দুর্ভাগ্যবশত, সমস্ত যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷"