পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মস্কোর কনসার্ট হলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে 133, নিন্দা মোদির - Moscow attack - MOSCOW ATTACK

Gunman attack on a Moscow concert hall: রাশিয়ার রাজধানী মস্কোর বন্দুকবাজের গুলি ও বোমাবাজিতে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 133 ৷ কনসার্ট হলে ছদ্মবেশে ঢুকে প্রথমে এলোপাথারি গুলি চালায় হামলাকারীরা ৷ পাশাপাশি গ্রেনেড ব্লাস্ট করা হয় ৷ ফলে হলে আগুন লেগে যায় ৷ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

Moscow attack
Moscow attack

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 6:42 AM IST

Updated : Mar 23, 2024, 7:02 PM IST

মস্কো, 23 মার্চ:রাশিয়ার রাজধানী মস্কোর বন্দুকবাজের গুলি ও বোমাবাজিতে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ সংবাদবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে এখন কমপক্ষে 133 ৷ আহতের সংখ্যা প্রায় দেড়শো ৷ ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট ৷ শুক্রবার রাতে জনবহুল এক কনসার্ট হলে এই হামলা চালানো হয় বলে খবর ৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার সকালেই সোশাল মিডিয়ায় মোদি লেখেন, "মস্কোয় জঙ্গিহানার তীব্র নিন্দা জানাই ৷"

হামলার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট ৷ হামলার পর মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই ঘটনাকে 'ভয়ঙ্কর দুর্ঘটনা' হিসেবে বর্ণনা করেছেন ৷ পাশাপাশি তদন্ত করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে মস্কোর মহানাগরিক ৷

কনসার্ট হলে ছদ্মবেশে ঢুকে প্রথমে এলোপাথাড়ি গুলি চালায় হামলাকারীরা ৷ পাশাপাশি গ্রেনেড বিস্ফোরণও ঘটানো হয় ৷ ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ গত কয়েক বছরে রাশিয়ায় এটি সবচেয়ে বড় জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে ৷

ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ক্রকাস সিটি হলে বিস্ফোরণ ও বন্দুকবাজের ঘটনার কয়েক মিনিটের মধ্যেই রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে বিষয়টি জানানো হয় ৷ কনসার্ট হলে রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের শিল্পীরা তখন পারফর্ম করছিলেন ৷ স্বাভাবিকভাবে হলে ভালো ভিড় ছিল ৷ সেই সময় এই হামলার ঘটনা ঘটে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তরফে এখনও পর্যন্ত 133 জনের মৃত্যু বহু মানুষের আহত হওয়ার কথা জানানো হয়েছে ৷

আহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। হলের বাইরে থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় ৷ ক্ষণিকের মধ্যে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায় ৷ সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে ৷ দ্রুত দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছ ৷ আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যে উপর থেকে জল দেওয়া হয় ৷

জানা গিয়েছে, অনুষ্ঠান চলকালীন বেশ কয়েকজন লোক ছদ্মবেশে কনসার্ট হলে প্রবেশ করে ৷ তার কিছুক্ষণের মধ্যে কনসার্টে অংশগ্রহণকারীদের ওপর গুলি চালায় তারা ৷ রুশ মিডিয়া ও টেলিগ্রাম চ্যানেলে যে সব ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে গোলাগুলির শব্দও শোনা গিয়েছে। রাইফেল হাতে দু'জনকে অনুষ্ঠানস্থলের মধ্য দেখা গিয়েছে। অন্যান্য ভিডিওগুলিতে চার জন হামলাকারীকে দেখা গিয়েছে ৷ যারা অ্যাসল্ট রাইফেল দিয়ে চিৎকার করে লোকদের গুলি করে ৷

আরও পড়ুন:

Last Updated : Mar 23, 2024, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details